• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নাগপুর টেস্টের প্রথম দিনে ভারতের শুভ সূচনা

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৩, ১১:০১

নাগপুর টেস্টের প্রথম দিনে ভারতের শুভ সূচনা

নাগপুর টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার চেয়ে বেশ এগিয়ে স্বাগতিক ভারত। বোলারদের তুখোড় নৈপূণ্যের পর ভারতের ব্যাটাররাও দারুণ করেছে। টেস্টের প্রথম দিনেই মাত্র ১৭৭ রানে অল আউট অস্ট্রেলিয়া। জবাবে ভারত দিন শেষ করেছে এক উইকেটে ৭৭ রান করে।

টস জিতে ব্যাট করতে নেমে দলীয় দুই রানের মধ্যেই দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ওভারে উসমান খাজাকে (১) এলবির ফাঁদে ফেলেন মোহাম্মদ সিরাজ। মোহাম্মদ শামি বোল্ড করেন ডেভিড ওয়ার্নারকে (১)।

আরও পড়ুন: নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন স্বাগতিক বাংলাদেশ

মিডল অর্ডার হাল ধরলেও জাদেজার স্পিন ঘূর্ণিতে বড় স্কোর হয়নি অজিদের। সর্বোচ্চ ৪৯ রান আসে মার্নাশ লাবুশানের ব্যাট থেকে। স্টিভেন স্মিথ ৩৭, হ্যান্ডসকম্ব ৩১, কিপার ব্যাটার আলেক্স ক্যারি ৩৬ রান করেন।

বল হাতে ভারতের হয়ে পাঁচ উইকেট শিকার করেন রবীন্দ্র জাদেজা। আরেক স্পিনার অশ্বিন নেন তিন উইকেট। বাকি দুই উইকেট ভাগাভাগি করেন দুই পেসার সিরাজ ও শামি।

প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে দিনের শেষ বেলায় একটি উইকেট হারায় ভারত। দলীয় ৭৬ রানে মার্ফির বলে তার হাতেই ক্যাচ দেন লোকেশ রাহুল (২০)। অধিনায়ক রোহিত শর্মা ৫৬ রানে অপরাজিত আছেন। ওয়ান ডাউনে হুট করে নামা রবিচন্দ্রন অশ্বিন পাঁচ বল খেললেও রানের খাতা খুলতে পারেননি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top