মঙ্গলবার, ১ জুলাই ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২

ডোপ টেস্টে পজিটিভ: চাকুরিচ্যুত ১০ পুলিশ

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০, ১২:৫৩

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদস্যেকে ডোপ (মাদকদ্রব্য) টেস্ট করানো হয়েছে। এর মধ্যে পজিটিভ এসেছে ৬৮ সদস্যের টেস্টের রেজাল্ট। এরমধ্যে চাকুরিচ্যুত করা হয়েছে ১০ জনকে, সাময়িক বরখাস্ত করা হয়েছে ১৮ জনকে।

ডিএমপির ডেপুটি কমিশনার (মিডিয়া উইং) ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

টেস্টে পজিটিভ আসা পুলিশ সদস্যদের মধ্যে ৭ জন সাব-ইন্সপেক্টর, ৫ জন অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর, ৫ নায়েক, ৫০ কনস্টেবল এবং ১ জন ট্রাফিক সার্জেন্ট।

তিনি বলেন, ডোপ (মাদকদ্রব্য) টেস্টে পজিটিভ ৬৮ সদস্যের মধ্যে ৪৩ জনের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে এবং ২৫ পুলিশের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযুক্তদের বিরুদ্ধে মাদক সেবন, বাণিজ্য, মানুষকে ফাঁসানো এবং উদ্ধারকৃত মাদকের পরিমাণ কম দেখানোর জন্য ঘুষ গ্রহণসহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে।

এনএফ৭১/জেএস/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top