আমতলীতে স্কুল ব্যাগে বই নয়, মিলল গাঁজা
সুজন হাসান | প্রকাশিত: ৬ জুলাই ২০২৪, ১৪:৪২
বরগুনার আমতলীতে স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা সহ ২ মাদককারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (৫ জুলাই) খুব সকালে বাস থেকে নেমে পিঠে স্কুল ব্যাগ নিয়ে আমতলী চৌরাস্তায় সাধারণ ভাবেই হাঁটছিলেন দুই যুবক। তাদের দেখে বোঝার উপায়ই ছিল না তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগে বই এর পরিবর্তে, গাঁজা নিয়ে যাচ্ছেন তারা। তাদের চলাফেরার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় একপর্যায়ে তল্লাশি চালায় বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের পিঠে ঝুলানো স্কুল ব্যাগ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং মিলন মোল্লা (৪০) ও গোলাম রাব্বি (২৬) নামের দুই যুবককে আটক করে।
আটক মিলন মোল্লা বরিশালের রূপাতলী এলাকার মৃত সিকান্দার মোল্লার ছেলে ও গোলাম রাব্বি বরিশাল কোতোয়ালি থানার ২৩ নম্বর ওয়ার্ডের তাজকাঠি গ্রামের মৃত আইউব আলীর ছেলে।
বরগুনা ডিবি কার্যালয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিত্বে গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তথ্য ছিল শুক্রবার সকালে আমতলীতে বড় ধরনের মাদকের চালান পাচার হবে।তথ্য অনুযায়ী বৃহস্পতিবার গভীর রাতে জেলা ডিবি পুলিশের ওসি বশিরুল আলম তার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে নামে ২ কেজি গাঁজা উদ্ধার করেন। মাদককারবারী ২ দুই যুবককে আটক করে বরগুনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে নিয়ে যান।
বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, শুক্রবার সকালে আমতলী চৌরাস্তা এলাকায় ওই দুই যুবকের গতিবিধি একটু সন্দেহজনক মনে হলে তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে।এসময় তাদের সঙ্গে থাকা স্কুল ব্যাগের মধ্যে পলিথিনে মোড়ানো ২ কেজি গাঁজা পাওয়া যায়। তাদের আটক করে জিজ্ঞাসাবাদের জন্য (ডিবি) কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।
তিনি আরো বলেন, উদ্ধার হওয়া গাঁজার বাজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা। গাঁজাসহ আটককৃত দুজনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিষয়: মাদককারবারী গাঁজা গোয়েন্দা পুলিশ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।