মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ৩০ বৈশাখ ১৪৩২

বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য, শোভন কর্মসংস্থান জরুরি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৩ মে ২০২৫, ১৪:৩৭

ছবি: সংগৃহীত

দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে প্রবাসী শ্রমিকদের পাঠানো রেমিট্যান্স এর ওপর। কিন্তু প্রবাসীদের বিদেশ যাত্রা কী এখনো পুরোপুরি নিরাপদ হতে পেরেছে। প্রচুর খরচ, দালালের খপ্পর, সমুদ্রপথে বিদেশ যাত্র, পর্যটন ভিসায় গিয়ে থেকে যাওয়া, এক দেশে গিয়ে অন্য দেশে চলে যাওয়া। রয়েছে এমন নানা ধরনের বিশৃঙ্খলা।

যেকোনো উপায়ে বিদেশ যাত্রাকে একমাত্র পাথেয় মনে করছেন প্রবাসী শ্রমিকরা। এতে নিজের জীবন যেমন বিপন্ন হচ্ছে, পাশাপাশি পরিবারকেও ঝুঁকিতে ফেলছেন তারা। একইসঙ্গে বাংলাদেশীদের নিয়ে বিশ্বে একটা খারাপ ভাবমূর্তি তৈরি হচ্ছে।

বাংলাদেশীদের জন্য ভিসা অনুমোদনে জটিলতা বাড়িয়েছে অনেক দেশ। নানা শর্ত দিয়েছে মধ্যপ্রাচ্য, ভিয়েতনাম, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও মালয়েশিয়া। প্রতিবেশী দেশ ভারত, নেপাল ও ভুটানেও ভ্রমণ সীমিত হয়ে গেছে।

এদিকে অভিবাসন ও পর্যটন খাতে জড়িতরা বলছেন, বহির্বিশ্বে বাংলাদেশী পাসপোর্টের গ্রহণযোগ্যতা না বেড়ে উল্টো কমছে। এ কারণে বাংলাদেশীদের জন্য ভিসার শর্ত ও জটিলতা বাড়ছে। বিশেষজ্ঞরা মনে করছেন, দেশে কর্মসংস্থান ও বিনিয়োগ না বাড়লে অবৈধ বিদেশ যাত্রা থামানো যাবে না।

বিশাল জনগোষ্ঠীর এ দেশে সবার কর্মসংস্থান নিশ্চিত করা কঠিন। তার ওপর বিভিন্ন প্রযুক্তি এসে অনেক পেশাকে বিলুপ্ত করে দিচ্ছে। তাই বিদেশে দক্ষ কর্মী পাঠানো অনিবার্য সমাধান। সূত্র: বণিক বার্তা



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top