নাইজারের রক্তাক্ত শুক্রবার, রক্তে ভেজা সীমান্ত, নিহত ৫১
রাজীব রায়হান | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১৫:৩৭

পশ্চিম আফ্রিকার সাহেল অঞ্চলে আবারও রক্ত ঝরল। নাইজার—একটি দেশ, যেখানে নিরাপত্তা শব্দটা প্রায় মুছে গেছে। এবার বুরকিনা ফাসো সীমান্ত ঘেঁষা গোথেয় বিভাগে এক ভয়াবহ হামলা চালিয়েছে জিহাদি গোষ্ঠী।
শুক্রবার, স্থানীয় সময় দুপুর নাগাদ...দুই দিক থেকে আক্রমণ, শত শত সশস্ত্র হামলাকারী।বোলাউন্ডজৌঙ্গা ও সামিরা—এই দুটি ঘাঁটিকে ঘিরেই শুরু হয় যুদ্ধ। ১০ সেনা শহীদ, আহত আরও ১৫ জন। কিন্তু সেনাবাহিনীও পাল্টা জবাব দিয়েছে। নিহত ৪১ জন হামলাকারী।
সেনা জান্তা পরিচালিত এই দেশ গত এক দশক ধরে লড়ছে আল-কায়েদা ও আইএস সংশ্লিষ্ট জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। প্রতিরক্ষামন্ত্রী জেনারেল সালিফু মোদি জানিয়েছেন—এটি ছিল সমন্বিত ও পরিকল্পিত আক্রমণ।
জাতীয় টেলিভিশন বিবৃতিতে জানানো হয়েছে, সেনারা বীরত্বের সঙ্গে লড়েছে, এবং আরও বড় ক্ষয়ক্ষতি থেকে দেশকে রক্ষা করেছে। সাহেল অঞ্চলে প্রতিদিনই ঝরে মানুষের রক্ত। জান্তার শাসন, জঙ্গি হুমকি, সীমান্ত অস্থিতিশীলতা—সব মিলিয়ে যেন নাইজার এখন এক দগ্ধ ভূখণ্ড। প্রশ্ন একটাই—এই রক্তপাত কবে থামবে?
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।