নির্বাচনে কে বাদ যাবে? স্পষ্ট বার্তা দিলেন অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৫ জুলাই ২০২৫, ১৭:১২

নির্বাচন আসছে! কিন্তু সবাই কি অংশ নিতে পারবে? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিতদের নির্বাচনে অংশগ্রহণ একেবারেই নিষেধ! এই বার্তাই দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান—এক বিতর্ক অনুষ্ঠানে, যেখানে আলোচনার বিষয় ছিল: জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে করণীয়।
তিনি স্পষ্ট করে বলেছেন—আন্তর্জাতিক অপরাধে দণ্ডিত, এমন কেউ নির্বাচন করতে পারবে না। আর এখানেই শেষ নয়! তিনি আরও বললেন—আওয়ামী লীগের সাথেও যারা যুক্ত, তাদেরও আইনের আওতায় আনার সুযোগ আছে।
তার ভাষায়—রাজনৈতিক দ্বন্দ্ব থাকলেও, মানবতাবিরোধী অপরাধে দল হিসেবেও বিচার সম্ভব! এবার আসা যাক আলোচিত ‘মব জাস্টিস’ প্রসঙ্গে—অ্যাটর্নি জেনারেল এটিকে বিচার বিভাগের প্রতি অবিশ্বাস নয়, বরং গত ১৭ বছরের জমে থাকা ক্ষোভ” হিসেবে দেখেছেন।
তবে, তিনি এটাও বলেছেন—এই ক্রোধ অবশ্যই সমীচীন নয়। জুলাই শহীদদের স্মরণ করে বলেন—তারা কোনো দলের না। তারা নাগরিক—স্বৈরাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলেন।এবং সবশেষে অ্যাটর্নি জেনারেলের বার্তা ছিল একটাই—জুলাই বিপ্লবের মূল চেতনা ‘সুশাসন ও ন্যায়বিচার’। এই চেতনা বাস্তবায়ন না হলে, শহীদদের রক্ত বৃথা যাবে!
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।