একনেকে ৮,৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৩টি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, যার মোট ব্যয় ৮ হাজার ৩৩৩ কোটি টাকা। আজ বুধবার পরিকল্পনা কমিশন চত্বরে এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
পরিকল্পনা মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই অনুমোদনের খবর জানানো হয়েছে। অনুমোদিত এই প্রকল্পগুলোর মোট ব্যয়ের মধ্যে ৪ হাজার ৪৩৭ কোটি টাকা আসবে সরকারি তহবিল থেকে, ১ হাজার ২২৫ কোটি টাকা প্রকল্প ঋণ হিসেবে এবং বাকি ২ হাজার ৬৭০ কোটি টাকা সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে আসবে।
এই অনুমোদনটি অন্তর্বর্তী সরকারের ১৪তম এবং চলতি ২০২৫-২৬ অর্থবছরের তৃতীয় একনেক সভা। দেশের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতিকে আরও গতিশীল করতে এই নতুন প্রকল্পগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।