রপ্তানি খাতে বড় সিদ্ধান্ত:
অগ্রিম আয়ের ১০% সংরক্ষণ বাধ্যবাধকতা তুলে নিল বাংলাদেশ ব্যাংক
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪৮

রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা সহজ করতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম প্রাপ্ত রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক থেকে জারি করা এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনায় প্রকৃত লেনদেন নিশ্চিত করতে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা রাখা হয়েছে। এ ক্ষেত্রে
-
রপ্তানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি (Letter of Credit) বা বৈধ চুক্তি থাকতে হবে,
-
পূর্ববর্তী রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে,
-
অর্ডার বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে,
-
এবং অগ্রিম প্রাপ্ত অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।
ব্যবসায়ীদের প্রতিক্রিয়া
ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত রপ্তানিকারকদের জন্য বড় স্বস্তি বয়ে আনবে। এতে কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম ও অর্ডার বাস্তবায়ন আরও সহজ হবে। একইসঙ্গে ব্যাংকের তদারকি বজায় থাকায় নিয়ম-নীতি মেনে চলাও নিশ্চিত হবে।
বিশেষজ্ঞদের মতে, এ পদক্ষেপ রপ্তানি আয়ের নগদ প্রবাহ বাড়াবে এবং আন্তর্জাতিক অর্ডার বাস্তবায়নে বাংলাদেশি ব্যবসায়ীরা আরও প্রতিযোগিতামূলক হতে পারবেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।