দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ল, ভরি ২ লাখ ১৭ হাজার টাকা ছাড়াল
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৫, ০৮:৪৯

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। এতে ইতিহাসের সর্বোচ্চ দামে পৌঁছেছে সোনার বাজার।
রোববার (১৯ অক্টোবর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)-এর স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং বৈঠকে বসে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১.664 গ্রাম) দামে ১ হাজার ৫০ টাকা বৃদ্ধি করা হয়েছে। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের ভরি এখন ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পাকা সোনা) দামের ঊর্ধ্বগতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন দাম সোমবার (২০ অক্টোবর) থেকে সারা দেশে কার্যকর হবে।
বিস্তারিত আসছে...
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।