রবিবার, ১১ জানুয়ারি ২০২৬, ২৭ পৌষ ১৪৩২

হিমেল হাওয়া আর মিষ্টি রোদে জমে উঠেছে বাণিজ্য মেলার ভিড়, বিক্রেতাদের মুখে উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার । ঢাকা | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১০:২৬

ছবি: সংগৃহীত

রাজধানীতে শুরু হয়েছে মাসব্যাপী বাণিজ্য মেলার ৩০তম আসর। গত ৩ জানুয়ারি থেকে মেলার প্রাঙ্গণে হাজার হাজার ক্রেতা-দর্শনার্থী ছুটে আসছেন। বিশেষ করে সন্ধ্যার পর কনসার্টের আয়োজন থাকায় তরুণ-তরুণীদের ভিড় চোখে পড়ার মতো।

জুমার নামাজের পর থেকেই কুড়িলে মেলাগামী বিআরটিসি বাসের টিকিটের জন্য লম্বা সারি দেখা গেছে। মেলায় প্রবেশ করে দর্শনার্থীরা দল বেঁধে প্রবেশ টিকিট কেটে ঘুরতে শুরু করেছেন। বিক্রেতারা ক্রেতাদের এই আগমনে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

মেলায় কাপড়, প্রসাধনী, ক্রোকারিজ এবং রাজা মামার চায়ের স্টলে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা গেছে। প্রবেশ টিকিট ক্রয়ের পর্যাপ্ত বুথ থাকায় দর্শনার্থীদের প্রবেশে কোনো সমস্যা হয়নি।

রাজধানী ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে ক্রেতা-দর্শনার্থীরা মেলায় এসেছেন। বাসাবো থেকে এসেছেন আফসার আহমেদ ও মিম রহমান দম্পতি। তারা জানিয়েছেন, আধুনিক ও মানসম্মত আলমারি ও সোফা খুঁজতে এসেছেন। নাখালপাড়া থেকে এসেছেন সুরভী আক্তার, যিনি বলেন, মেলায় বাজারের তুলনায় দাম কিছুটা কম। গৃহস্থালির বিভিন্ন পণ্য ক্রয় করেছেন।

মেলায় শিশুদের জন্যও বিনোদন পার্ক রাখা হয়েছে। এখানে ৮-৯টি রাইড ও শিশুদের হৈ-হুল্লোড়ের আয়োজন থাকায় ছোটদের আনন্দও doubled হয়েছে।

বিক্রেতা আশরাফ বলেন, শুক্রবার থেকে বেচাবিক্রি শুরু হয়েছে। ক্রেতার সংখ্যা বেশি হওয়ায় বেচাবিক্রি সন্তোষজনক। রাজা মামা চায়ের স্বত্তাধিকারী ও টার্কিস প্যাভিলিয়নের মালিকও একই মন্তব্য করেছেন।

এবছর মেলার আয়তন ১৩ লাখ ৭৩ হাজার বর্গফুট। মেলা চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে। শুক্রবার মেলার সময় রাত ১০টা পর্যন্ত থাকবে। প্রবেশমূল্য প্রাপ্তবয়স্কদের জন্য ৫০ টাকা এবং অপ্রাপ্তবয়স্কদের জন্য ২০ টাকা।

ইপিবির উপ-সচিব ওয়ারেস হোসেন জানান, শুক্রবার থেকে মেলায় মানুষের সমাগম শুরু হয়েছে। প্রায় ৪০-৫০ হাজার দর্শনার্থী এসেছে। আশা করা যাচ্ছে, ধীরে ধীরে সংখ্যাটা আরও বেড়ে যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top