শুক্রবার, ২ মে ২০২৫, ১৯ বৈশাখ ১৪৩২

সৌমিত্রের অবস্থা আশঙ্কাজনক

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ২৫ অক্টোবর ২০২০, ১৮:২৯

সৌমিত্র চট্টোপাধ্যায় (ফাইল ছবি)

বিনোদন ডেস্ক:

পশ্চিমবঙ্গের অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার ফের অবনতি হয়েছে। তিনি চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না বলে জানিয়েছেন ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যম।

হাসপাতালে ভর্তি করার পর মাঝে শারিরক অবস্থার কিছুটা উন্নতি হলেও শনিবার ২৪ (অক্টোবর) সৌমিত্রের শারীরিক অবস্থার  আগের চেয়ে অবনতি হয়। তার অবস্থা এখন আরো খারাপের দিকে যাচ্ছে বলে জানান তাঁর চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম।

তিনি জানান, সৌমিত্রের শারীরিক অবস্থা কোনদিকে যাচ্ছে তা নিশ্চিত করে কিছুই বলা যাচ্ছেনা। তিনি জানান, বেশকিছু টেস্টের রিপোর্ট দেখে মনে হচ্ছে তার কোভিড এনসেফেলোপ্যাথি বাড়তির দিকে। সৌমিত্রের ফুসফুস, রক্তচাপ, হার্ট ও কিডনি ঠিকঠাকভাবে কাজ করলেও প্লাটিলেটের সংখ্যা কমে গেছে। একইসঙ্গে রক্তে ইউরিয়া ও সোডিয়ামের মাত্রাও বেড়েছে।

প্রসঙ্গত, গত ৬ অক্টোবর থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন সৌমিত্র চট্রোপাধ্যায়। ভর্তি হওয়ার পর থেকে চিকিৎসকরা নানাভাবে চেষ্টা করছেন তাকে সুস্থ করে তুলতে। তার চিকিৎসার জন্য গঠিত ১৬ সদস্যের মেডিক্যাল বোর্ড কাজ করছে।

এনএফ/এবিআর/এমকে/২০২০



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top