মঙ্গলবার, ৫ আগস্ট ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

দাম্পত্যের ইতি টানলেন জ্যাসন-লিসা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৪ জানুয়ারী ২০২২, ০৩:১৪

দাম্পত্যের ইতি টানলেন জ্যাসন-লিসা

দাম্পত্যের ইতি টানলেন হলিউড অভিনেতা জ্যাসন মমোয়া ও লিসা বনেট। দীর্ঘ ১৬ বছরের সম্পর্ক এবং চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানলেন তারা।

বুধবার (১২ জানুয়ারি) সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা দেন জ্যাসন-লিসা।

ওই বিবৃতিতে তারা জানান, “আমাদের পারিবারিক একটি তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমরা আমাদের দাম্পত্যের ইতি টানতে যাচ্ছি। এই বিষয়টি খবরের শিরোনামে আসার যোগ্য কিনা তা জানি না। কিন্তু আমরা যাতে আমাদের জীবনে মর্যাদা নিয়ে ও সততার সঙ্গে এগিয়ে যেতে পারি এ কারণে শেয়ার করা।”

দাম্পত্যের ইতি টানলেও এই তারকা দম্পতি তাদের এক কন্যা লোলা এবং দুই ছেলে নাকোয়া এবং ওলফের দেখাশোনা একসঙ্গে করবেন বলে জানিয়েছেন।

এনএফ৭১/এমএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top