• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


সিনেমা নিয়ে সমালোচনা করলে সাইবার ক্রাইমের আওতায় আনা হবে: শাহীন সুমন

নিশি রহমান | প্রকাশিত: ৪ জানুয়ারী ২০২৩, ০৩:২০

শাহীন সুমন

চলচ্চিত্র নিয়ে সমালোচনা করলেই সাইবার ক্রাইমের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির নব নির্বাচিত মহাসচিব শাহীন সুমন। রবিবার ‘মিশন এক্সট্রিম’ ছবির সিক্যুয়েল পর তাদের দ্বিতীয় কিস্তির ছবি ‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ এর ট্রেলার রিলিজ উপলক্ষ্যে বনানী‍‍’র একটি ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজনে এমন হুঁশিয়ারি দেন তিনি।

পরিচালক শাহীন সুমন বলেন, ‘ফেসবুক-ইউটিউব আমাদের সিনেমার অনেক ক্ষতি করে। পুরো সিনেমার না দেখে অনেকে সিনেমার সমালোচনা করে আপপ্রচার চালায়। যা সিনেমাপ্রেমীদের সিনেমা দেখাতে বাধা বিপত্তি সৃষ্টি করে। তাতে দর্শকেদের সিনেমা হল এ যাওয়ার প্রবণতা কমে যায়। ফলে সিনেমায় যারা লঘ্নি করে তারা হুমকির মুখে পড়েন। যারা সামালোচনা করে, না জেনে উল্টোপাল্টা লিখে তাদের আইনের আওতায় আনা হবে।’

আরও পড়ুন: শুভশ্রীর প্রকাশ্যে চুমু,তীব্র সমালোচনার ঝড়

তিনি আরও বলেন, ‘পরিচালক সমিতি সার্বক্ষণিক বিষয়টি পর্যোবেক্ষণ করবে। যারা নেগেটিভ প্রচার প্রচারণা চালাবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দারস্থ হবো।’

এর আগে একটি ট্রেলার প্রকাশ করা হয় ইউটিউবে। এই ১ মিনিট ০৪ সেকেন্ডের ট্রেলার প্রকাশে তারা ফিরছে তাদের মিশন শেষ করতে এবং জানান দেন তাদের দেশের প্রতি শ্রদ্ধাবোধ রেখেই যুদ্ধ মূলত অদৃশ্য শত্রুর বিরুদ্ধে।

‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ এর পোস্টার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০২১ সালের ৩ ডিসেম্বর। এক বছরের কিছু বেশি সময়ের বিরতিতে মুক্তি পেতে যাচ্ছে দ্বিতীয় পর্ব ‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’। প্রথম পর্বের মতো দ্বিতীয় কিস্তিটিও পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল মাহমুদ। আগামী ১৩ জানুয়ারি একযোগে সারা বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।

‘ব্ল্যাক ওয়ার; মিশন এক্সট্রিম- ২’ সিনেমায় আরিফিন শুভ ছাড়াও অভিনয় করেছে তাসকিন রহমান, জান্নাতুল ফেরদৌস ঐশী, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, হাসান ইমাম, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, শতাব্দী ওয়াদুদ, দিলারা জামান, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, মনোজ প্রামাণিক, আরেফ সৈয়দসহ অনেকে।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top