• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


‘সীতা রামম’ ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে: ম্রুণাল ঠাকুর

নিশি রহমান | প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০২৩, ২১:০৯

 ম্রুণাল ঠাকুর

ক্যারিয়ারের দারুণ একটা সময় পার করছেন বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। আগামী দিনে তিনি তাঁর সিনেমার ক্যারিয়ারকে আরও সুন্দরভাবে এগিয়ে নিতে চান। সম্প্রতি ম্রুণাল জানিয়েছেন, পর্দার চরিত্রের কারণেই তিনি আজ প্রকৃত মানুষ হয়ে উঠতে পেরেছেন।

আরও পড়ুন: জাদুকর গিটারিস্ট জেফ বেক আর নেই

অভিষেক ছবি লাভ  ‘সোনিয়াতে’ ম্রুণাল বুঝিয়ে দিয়েছিলেন, অভিনয়টা তিনি ভালোই পারেন। মাস কয়েক আগে মুক্তি পাওয়া ‘সীতা রামম’ ভাগ্যের চাকা অনেকটাই ঘুরিয়ে দিয়েছে ম্রুণাল ঠাকুরের। দক্ষিণি ছবিটিতে শুধু তার অভিনয় নয়, তাঁর সৌন্দর্যও সবাইকে মোহিত করেছিল। এ প্রসঙ্গে ম্রুণাল বলেছেন, ‘আজ মানুষ হিসেবে আমি যা, তা আমার অভিনীত চরিত্রগুলোর কারণেই। আমার চরিত্রগুলো থেকে অনেক কিছু শিখেছি। আমার থেকে কেউ “সীতা” বা “সোনিয়া”-কে কেড়ে নিতে পারবে না।’

 ম্রুণাল ঠাকুরএকেক সময় একাকিত্ব ঘিরে ধরে এই বলিউড অভিনেত্রীকে। এই সূত্রে ম্রুণাল বলেন, ‘আমার যখন একা লাগে, তখন আমি আমার চলচ্চিত্র ভ্রমণের কথা ভাবি। পেছনের দিকে ফিরে তাকাই। ফেলে আসা সেই দুনিয়ায় আবার ফিরে যাই। নিজের ছবিগুলো আবার মন দিয়ে দেখি। ভুলত্রুটিগুলো খুঁজে বের করি। নিজেকে আরও ভালো কীভাবে করা যায়, তা নিয়ে চিন্তাভাবনা করি।’

 ম্রুণাল ঠাকুরআগামী দিনে ম্রুণালকে পিপ্পা, পূজা মেরি জান, গুমরাহ-এর মতো ছবিতে দেখা যাবে। নিজের পরবর্তী প্রকল্প প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমি চাই না আমার গায়ে গতানুগতিক অভিনয়শিল্পীর তকমা লাগুক। আমি এখন আমার ক্যারিয়ারের এক দুর্দান্ত জায়গায় দাঁড়িয়ে আছি। তাই আগামী দিনে আরও ব্যতিক্রমী চরিত্রে নিজেকে মেলে ধরতে চাই।’




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top