তরুণ মিউজিশিয়ান শুভ হামীমের পথচলা
শাকিল খান
|
প্রকাশিত: ২০ মে ২০২৩, ২২:৫২
সংগীতাঙ্কনের মানুষদের অনেকেই চেনেন আবার অনেকেই নতুন করে চেনা শুরু করেন। উঠতি তরুণদের নতুন ধাঁচে সংগীত মানুষের কিন্তু দিনের পর দিন আবেগ সৃষ্টি করেই থাকে। ঠিক তেমনই এক নতুন তরুণ সংগীত শিল্পীর কথা বলা হচ্ছে। নাম তার শুভ হামিম। পেশায় তিনি একজন র্যাপ এন্ড হিপ হোপ মিউজিশিয়ান।


বিষয়: সংগীতাঙ্কন শিল্পী সংগীত News newsflash71

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।