• ** জাতীয় ** আমরা জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করেছি : শেখ হাসিনা ** আবারও তিন দিনের ‘হিট অ্যালার্ট’ জারি ** চুয়াডাঙ্গায় হিট স্ট্রোকে দুই নারীর মৃত্যু ** ইউআইইউ ক্যাম্পাসে ‘কৃত্রিম বৃষ্টি’ নিয়ে তোলপাড় সারাদেশ ** সিলেটে মসজিদে যাওয়ার পথে বজ্রপাতে ইমামের মৃত্যু ** নরসিংদীতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন : https://www.newsflash71.com ** সব ধরনের ভিডিও দেখতে ভিজিট করুন : youtube.com/newsflash71 ** লাইক দিন নিউজফ্ল্যাশের ফেসবুক পেইজে : fb/newsflash71bd **


নারীকে ‘ভোগ্যপণ্য মনে করা’ সমর্থন করেন না বাদশা

শাকিল খান | প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৩, ২০:১৮

ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় র‌্যাপার ও প্লেব্যাক গায়ক বাদশা। তার বেশ কয়েকটি গানে নারীদের নিয়ে অবমাননামূলক মন্তব্য করা হয়েছে। এবার সেই বাদশাই জানালেন, নারীদের নিয়ে কোনো ধরনের অবমাননামূলক মন্তব্য সমর্থন করেন না তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনই দাবি করেন বাদশা। বলেন, 'আমি এমন গানকে সমর্থন করি না যেখানে নারীদের ভোগ্যপণ্যের মতো ব্যবহার করা হয়। আমার পরিবারে মহিলা সদস্যরা আছেন। আমার গান নিয়ে আমি যথেষ্ট সচেতন। একটা দায়বদ্ধতা ও শ্রদ্ধার জায়গা থেকে আমি গান লিখি।'

বাদশার এমন মন্তব্যেই রীতিমতো ক্ষিপ্ত হয়েছেন নেটিজেনরা। তাদের দাবি, বাদশার গানের লিরিক্স আর ভিডিওতে নারীদের হেয় করা হয়।

এর মধ্যে রয়েছে ‘লাড়কি বিউটিফুল কার গায়ি চুল, ‘হায় গারমি’, ‘পানি পানি’র মতো গান। সোশ্যাল মিডিয়ায় এসব গানের লিরিক্স নিয়ে অনেক শ্রোতাই খুব খারাপ মন্তব্য করেছেন। কারণ তার গানের লিরিক্সেই নারীদের অবমাননা করা হয়েছে বলে দাবি জানান তারা।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top