সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


নেত্রী: দ্য লিডার ও জওয়ান সিনেমায় অনেক মিল রয়েছে, তাহলে কি নকল করা হয়েছে?

শাকিল খান | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৩ ২২:১১

ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমা উপভোগ করেছেন ঢাকাই সিনেমার তারকা দম্পতি অনন্ত জলিল ও বর্ষা। শাহরুখের ‘জওয়ান’র সঙ্গে বর্ষার আসন্ন সিনেমা ‘নেত্রী: দ্য লিডার’র অনেক মিল রয়েছে বলে মন্তব্য করেছেন এই নায়িকা।

যদিও ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি এখনও মুক্তি পায়নি, তবে বর্ষার কথায়- ‘দুই বছর আগে হায়দ্রাবাদে ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমার শুটিং করেছি আমরা। যখন ‘নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে তখন অধিকাংশ সিনেমা রিভিউ প্রদানকারীরা হয়তো বলবে, আমরা ‘জওয়ান’ থেকে নকল করেছি।

বর্ষা বলেন, ‘নেত্রী: দ্য লিডার’ সিনেমাটি নির্মাণ করেছেন ভারতীয় এক নির্মাতা। যদিও ‘জওয়ান’র মতো সিনেমা তৈরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। তবুও সিনেমা তৈরির সময় সেরাটা দেওয়ারই চেষ্টা করি আমরা। পাশাপাশি আগামী ১৬ ডিসেম্বর নেত্রী: দ্য লিডার’ মুক্তি পাবে জানান তিনি।

অনন্ত জলিল ও বর্ষা বাদেও ‘নেত্রী, দ্য লিডার’-এ আরও অভিনয় করেছেন বলিউডের কবির দুহান সিং, তরুণ অরোরা ও প্রদীপ রাওয়াত। পাশাপাশি ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতসহ তুরস্কের অভিনয়শিল্পীদেরও দেখা যাবে এই সিনেমায়। 

 

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top