সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৮ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


আগেই লোকটির সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়ো না, অপেক্ষা করো ! তরুণীদের আর কী পরামর্শ দিলেন অভিনেত্রী...

রায়হান রাজীব | প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৩ ১৩:৪৯

ছবি: সংগৃহীত

সত্তরের দশকে তাঁর যৌন আবেদনে ঘায়েল হতেন সেই সময়ের যুবকরা। তাঁর লাস্যময়ী ছবি লুকিয়ে দেখত স্কুলে পড়া সদ্য টিন-এজ কিশোর। বলিউডের ছবিতে সাহসী চরিত্রের জন্য তাঁকে ছাড়া আর কাউকে ভাবতেই পারতেন না প্রযোজকরা। তিনি বলিউড অভিনেত্রী জিনাত আমান।

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চুলে পাক ধরেছে, তবু পর্দায় যে সাহস প্রতি মুহূর্তে উপভোগ করত দর্শক, সেই সাহস তাঁর মধ্যে এখনও ভরপুর। সাহসী অভিনয়ের পাশাপাশি স্পষ্ট কথা বলার জন্যও বরাবরই পরিচিত জিনাত।

কয়েক দিন আগে সুইপ রাইড অনুষ্ঠানে অভিনেত্রী-ইউটিউবার কুশা কপিলার মুখোমুখি হন জিনাত আমান। এ আলাপচারিতায় নতুন প্রজন্মের যুগলদের ডেটিং নিয়ে উপদেশ দেন তিনি। তার সেই ঠোঁটকাটা বক্তব্য নিয়ে আলোচনা চলছে নেটদুনিয়ায়।

জিনাত আমান বলেন, এ কথা আমাকে বলতেই হচ্ছে, এজন্য সত্যি দুঃখিত। তরুণদের নিজের শরীরের ওপরে নিয়ন্ত্রণ থাকা উচিত। আগেই লোকটির সঙ্গে বিছানায় ঝাঁপিয়ে পড়ো না। অপেক্ষা করো, পরস্পরকে জানো। তুমি তোমার কাছে অনেক মূল্যবান; নিজেকে মূল্যহীন করে তুলো না। 

জিনাত মনে করেন, এ প্রজন্মের যুগলরা সম্পর্কে জড়ায় শারীরিক চাহিদা মেটাতে। মেয়েদের উপদেশ দিয়ে জিনাত আমান বলেন, সঙ্গীর সঙ্গে বিছানায় ঘনিষ্ঠ হওয়ার আগে তার মানসিকতা বুঝে নেওয়ার চেষ্টা করো।

মেয়েদের আর্থিক স্বচ্ছলতা তিনি বলেন, আর্থিক স্বচ্ছলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একমাত্র আর্থিকভাবে স্বচ্ছল হলে মেয়েদের জোর বাড়বে। কোনো পুরুষ যদি মেয়েদের স্বপ্নপূরণে বাধা হয়ে দাঁড়ায় তবে তাকে দরজা দেখিয়ে দাও।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top