সোমবার, ২৫ সেপ্টেম্বর ২০২৩, ৯ আশ্বিন ১৪৩০
  • ** জাতীয় ** ভিসা নিষেধাজ্ঞা নিয়ে মাথা ঘামাচ্ছি না : আলজাজিরাকে পররাষ্ট্রমন্ত্রী ** বিদ্যুৎস্পর্শে ৪ জনের মৃত্যুর ঘটনা তদন্ত করে ব্যবস্থা : আতিক ** গ্যাটকো মামলায় খালেদাসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২৩ অক্টোবর ** সারাদেশ ** ইঞ্জিন লাইনচ্যুত, ময়মনসিংহে রেল যোগাযোগ বন্ধ ** সাড়ে ৮ মাসে রাজশাহী বিভাগে রেললাইনে ৮৪ জনের মৃত্যু ** সারাবিশ্ব ** সোমালিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ১৮ ** বেনিনে জ্বালানি ডিপোতে বিস্ফোরণ, নিহত ৩৫ ** সব ধরনের সংবাদ জানতে ভিজিট করুন: https://www.newsflash71.com ** সংবাদ ও ভিডিও পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিন: fb/newsflash71bd ** সব ধরনের ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করুন: youtube.com/newsflash71 


জন্মদিনে ব্যস্ত আরফিন শুভ

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২১ ২১:৫২

আরফিন শুভ

জন্মদিনের প্রথম প্রহরে খুদে বার্তায় শুভেচ্ছা জানানো হলও ঢাকাই সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা আরেফিন শুভকে। মুম্বাই থেকে সেই শুভেচ্ছা-বার্তার জবাব এলো ভোরে। এরপর শুভর কাছ থেকে জানা জায় জন্মদিনটি কাটছে বেশ ব্যস্ততায়।


যে সিনেমার শুট চলছে, সেটি আরেফিন শুভর ঢালিউডে ১০ বছরের পথচলায় অন্যতম সেরা সিনেমার শুটিং। দেশ ছাড়ার আগে শুভ বলে গিয়েছিলেন, ‘আমার জীবদ্দশায় আর জীবনে আরেকবার বঙ্গবন্ধু আসবে না, মুজিব আর আসবে না। সেই জায়গা থেকে প্রচণ্ড ভালোলাগা, প্রচণ্ড স্পর্শকাতর হয়ে যাওয়ার মতো একটা বিষয়।’


বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর ‘বঙ্গবন্ধু’ সিনেমার শুটিং ২৫ জানুয়ারি থেকে শুরু হয়েছে মুম্বাইয়ের দাদা সাহেব ফালকে স্টুডিওতে। সিনেমাটিতে শুভকে দেখা যাবে কেন্দ্রীয় ‘বঙ্গবন্ধু’ চরিত্রে।


ময়মনসিংহ থেকে ঢাকায় আসা শুভ বহু কাঠখড় পুড়িয়ে চিত্রনায়ক হয়েছেন। বর্তমানে ‘বঙ্গবন্ধু’ সিনেমা ছাড়াও আলোচিত ‘মিশন এক্সট্রিম’ সিনেমার দুই পর্বের শুটিং শেষ করেছে। এ ছাড়া জি ফাইভের ‘কন্ট্রাক্ট’ শিরোনামে ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। মুক্তির অপেক্ষায় আর আলোচনার টেবিলে আছে বেশ কয়েকটি সিনেমা।


আরেফিন শুভ ২০০৫ সালে মডেলিং দিয়ে শোবিজে ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০০৭ সালে প্রথম মোস্তফা সরয়ার ফারুকীর ‘হ্যাঁ-না’ নাটকে অভিনয় করেন। আর ২০১০ সালে খিজির হায়াত খান পরিচালিত ‘জাগো’ সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়।

এনএফ৭১/ ফামি/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

এই বিভাগের জনপ্রিয় খবর
Top