বৃহঃস্পতিবার, ৩ জুলাই ২০২৫, ১৮ আষাঢ় ১৪৩২

ভুয়া তথ্য প্রকাশে ক্ষেপেছেন মিষ্টি জান্নাত

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ২ জুলাই ২০২৫, ১৫:১২

ছবি: সংগৃহীত

ভুয়া তথ্য সোশাল মিডিয়ায় ছড়ানোর জন্য এবার চটে গেলেন বর্তমান সময়ের আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত ।প্রায় সময় অভিনয়ের পাশাপাশি তার ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে জল ঘোলা করা হয় ।সম্প্রতি ‘খদ্দেরের সঙ্গে কট খেয়েছেন মিষ্টি জান্নাত’এমনই ক্যাপশন দেওয়া ভিডিও একটি ফেসবুক পেইজ থেকে ভাইরাল হয় ।এমন বিভ্রান্তিকর ও মিথ্যা সংবাদ প্রকাশেই রেগে যান মিষ্টি জান্নাত ।তিনি এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে জানান ,যেই ভিডিওটি প্রকাশ করা হয়েছে সেটি ঢাকায় একটি অনুষ্ঠান শেষে আমি যখন আমার ম্যানেজারের সঙ্গে গাড়িতে উঠি তখন অনেকেই ছবি ও ভিডিও করছিল। আর সেই ভিডিও দিয়েই বাজে ক্যাপশন দিয়ে মনগড়া কন্টেন্ট প্রকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন, ইতোমধ্যে পোস্টে কিছু পেইজ এবং সো-কলড জার্নালিস্ট নামক ভিউ ব‍্যবসায়ীদের নাম এবং কিছু কন্টেন্ট ক্রিয়েটরের নামসহ আইন প্রয়োগকারী সংস্থার কাছে জমা দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, মিষ্টি জান্নাত ২০১৪ সালে‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন । অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন দন্ত চিকিৎসকও।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top