‘একসঙ্গে থাকলেও এখনই বিয়ে নয়’-জয়া আহসান
সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৫:২৬

জয়া আহসান। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী । বয়স পঞ্চাশ হলেও মডেল-অভিনেতা ফয়সাল আহসানের সঙ্গে বিচ্ছেদের পর এখনও নতুন করে আর বিয়ে করেননি দুই বাংলার আলোচিত অভিনেত্রী জয়া আহসান । বিচ্ছেদের পর সবসময় তিনি প্রেম ও বিয়ে নিয়ে প্রশ্ন এড়িয়ে চললেও সম্প্রতি এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রথমবার খোলাখুলি নিজের প্রেমজীবনের কথা বলেছেন।তবে প্রেমিকের নাম উল্লেখ করেননি জয়া ।
এই অভিনেত্রী জানান, ‘মানুষ তো একা থাকতে পারে না। আমরা বহু বছর ধরে একসঙ্গে আছি। যিনি মিডিয়ার কেউ নন। আমাদের সম্পর্কে বন্ধুত্বের গুরুত্ব বেশি, আর সেই মানুষটি তার ব্যস্ততা ও জীবনযাত্রা মেনে নেন। তিনি আরও জানান, তিনি খুব প্রাইভেট মানুষ, তার সঙ্গীও তেমনই। বিয়ে নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেননি ।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।