শনিবার, ৩ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

মারা গেছেন অভিনেত্রী তারিন জাহানের বাবা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২১, ১৭:১১

মারা গেছেন অভিনেত্রী তারিন জাহানের বাবা

না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহানের বাবা মো. শাহজাহান।

মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্নালিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তারিনের বাবার মৃত্যুর খবরটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা চয়নিকা চৌধুরী।

তারিন জাহান তার বাবার জন্য দোয়া চেয়ে মঙ্গলবার সকালে একটি ফেসবুক স্ট্যাটাসে জানান, ৪৭ দিন লড়াই করার পর গুরুতর অসুস্থ অবস্থায় তার বাবাকে ফের সিসিইউতে ভর্তি করা হয়েছে। এ স্ট্যাটাস দেওয়ার ঘন্টাখানেক পরই মারা যান তারিনের বাবা।

প্রসঙ্গত, তারিনের বাবা মো. শাহজাহান একজন ব্যবসায়ী ছিলেন, মা তাহমিনা জাহান গৃহিণী। পাঁচ বোনের মধ্যে তারিন সবার ছোট।

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top