হৃতিক রোশানের পুরোনো মন্তব্যে নতুন বিতর্ক

বিনোদন প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৩৩

ছবি: সংগৃহীত

বলিউডের স্টাইলিশ অভিনেতা হৃতিক রোশানের একটি পুরোনো মন্তব্য ফের আলোচনার জন্ম দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জনপ্রিয় টক শো কফি উইথ করণ–এর একটি পর্বে আমির খান ও সালমান খানের উচ্চতা নিয়ে করা তার রসিকতা সম্প্রতি ভাইরাল হয়েছে।

২০০৪ সালে শুরু হওয়া এই শো–র দ্বিতীয় সিজনে হৃতিক রোশান ও প্রিয়াঙ্কা চোপড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেই পর্বের একটি অংশ আবারও সামনে এসেছে, যেখানে করণ জোহরের র‍্যাপিড ফায়ার রাউন্ডে হৃতিককে জিজ্ঞেস করা হয়—আমির খান না সালমান খান, কার সঙ্গে কাজ করতে বেশি আগ্রহী তিনি?

উত্তরে হৃতিক রোশান রসিকতা করে বলেন “দু’জনেরই তো একই উচ্চতা। যে কোনো একজন।”

এই মন্তব্যকে কেউ কেউ মজার ছলে নিলেও অনেকে বিষয়টিকে কটাক্ষ হিসেবে দেখছেন। আর এ কারণেই বলিউডে দুই শীর্ষ তারকাকে নিয়ে করা হৃতিকের পুরোনো মন্তব্য নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top