রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫, ৬ আশ্বিন ১৪৩২

গুৱাহাটিতে জুবিন গার্গ এর শেষ শ্রদ্ধায় মানুষের ঢল

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৪২

ছবি: সংগৃহীত

আসামের জনপ্রিয় গায়ক জুবিন গর্গ আর নেই। শুক্রবার সিঙ্গাপুরে ডাইভিংয়ের সময় দুর্ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। কয়েক ঘণ্টা হাসপাতালের শয্যায় মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই কিংবদন্তি শিল্পী। তাঁর বয়স হয়েছিল মাত্র ৫২ বছর।

সিঙ্গাপুরেই সম্পন্ন হয় অটোপসি। পরে বিশেষ বিমানে মরদেহ আনা হয় দিল্লি হয়ে গুৱাহাটী। শনিবার ভোরে হাজারো মানুষের শোকের মাঝে তাঁর মরদেহ পৌঁছায় জন্মভূমিতে।

প্রথমে মরদেহ নিয়ে যাওয়া হয় শিল্পীর নিজ গৃহে। বৃদ্ধ পিতা কাঁপা হাতে ছেলেকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন। চারপাশ ভরে ওঠে কান্না ও বুকফাটা আহাজারিতে। এরপর মরদেহ সরাসরি নিয়ে যাওয়া হয় গুয়ারাহাটির সরুসাজাই স্টেডিয়ামে।

সকাল থেকেই হাজারো ভক্ত সেখানে সমবেত হতে শুরু করেন। স্টেডিয়ামের চারদিকজুড়ে নেমে আসে মানুষের ঢল। ফুল আর অশ্রু দিয়ে প্রিয় ‘ইয়া আলি’ শিল্পীকে শেষ শ্রদ্ধা জানান ভক্তরা। অনেককে ভেতরে ঢোকার জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।

শেষকৃত্যের স্থান ও প্রক্রিয়া এখনো নির্ধারণ হয়নি। আসাম সরকার ও শিল্পীর পরিবার যৌথভাবে সিদ্ধান্ত নেবেন, যাতে যথাযথ শ্রদ্ধা ও মর্যাদার সঙ্গে তাঁর শেষযাত্রা সম্পন্ন হয়।

গোটা আসাম আজ শোকগ্রস্ত—হারাল তাদের প্রিয় কণ্ঠস্বর, যিনি গান দিয়ে জয় করেছিলেন লক্ষ মানুষের হৃদয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top