কারিনা কাপুর খানের জন্মদিন আজ
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০২

বলিউডের প্রথম সারির তারকাদের একজন কারিনা কাপুর খান। নিজের প্রতিভা, সাহসী চরিত্র বেছে নেওয়া এবং ধারাবাহিক সাফল্যের মাধ্যমে তিনি গড়ে তুলেছেন ভিন্নমাত্রার পরিচিতি। আজ সেই জনপ্রিয় অভিনেত্রীর জন্মদিন। ৪৫-এ পা দিলেন কারিনা কাপুর খান।
১৯৮০ সালের ২১ সেপ্টেম্বর জন্ম নেওয়া কারিনা কাপুর ২০০০ সালে জেপি দত্তর ‘রিফিউজি’ ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন। দুই দশকেরও বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন অসংখ্য ব্যবসাসফল ও সমালোচকদের প্রশংসিত সিনেমা। এর মধ্যে ‘কভি খুশি কভি গম’, ‘জব উই মেট’, ‘তলাশ’, ‘চমেলি’, ‘তিন idiot’–সহ বহু চলচ্চিত্র রয়েছে যা দর্শকের মনে এখনও সমান জনপ্রিয়।
বলিউডের নব্বই দশকের শেষ দিক থেকে বর্তমান পর্যন্ত কারিনা কাপুর নিজেকে ধরে রেখেছেন প্রথম সারিতে। তিনি একাধারে গ্ল্যামার, অভিনয় দক্ষতা ও সাহসী চরিত্রের জন্য সমানভাবে প্রশংসিত।
জন্মদিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন অসংখ্য ভক্ত ও সহকর্মীরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।