বৌদি' শব্দটা নেটদুনিয়ায় একটা অশ্লীল ইঙ্গিত: স্বস্তিকা
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩৩

ওপার বাংলার সাহসি ও স্পষ্টভাষী অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি আবারও নতুন সিনেমা নিয়ে হাজির হয়েছেন। নবাগত পরিচালক শৌর্য দেব এর নির্মিত ‘প্রোমোটার বৌদি’ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
ছবির কাহিনি গড়ে উঠেছে এক নিম্ন-মধ্যবিত্ত পরিবারের নারীকে ঘিরে, যিনি স্বামী ও দুই সন্তান নিয়ে জীবনের কঠিন বাস্তবতার মধ্যেও সংগ্রাম করে চলেন। পাড়ার সবাই তাকে স্নেহভরে ডাকেন ‘বৌদি’ বলে।
তবে শব্দটির ব্যবহার নিয়ে নিজের আক্ষেপের কথাও জানিয়েছেন স্বস্তিকা। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন “আগে ‘বৌদি’ শব্দটি পারিবারিক ও আপন করে ব্যবহার করা হতো। কিন্তু এখন সামাজিক মাধ্যমে এটি প্রায়ই কুরুচিকর ইঙ্গিত দিয়ে ব্যবহৃত হয়, যা খুবই দুঃখজনক।”
‘প্রোমোটার বৌদি’ ছবির মাধ্যমে স্বস্তিকা মুখার্জি আবারও দর্শকদের সামনে হাজির হতে চলেছেন এক ভিন্ন চরিত্রে। ছবিটি শিগগিরই মুক্তি পাবে টালিউডে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।