সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

তাহসান খানের চমকপ্রদ ঘোষণা: আর গান করবেন না

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশের জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, মডেল ও উপস্থাপক তাহসান খান হঠাৎ করেই ঘোষণা দিলেন— তিনি আর গান করবেন না। দেশ-বিদেশে অগণিত ভক্তের হৃদয়ে দাগ কেটে যাওয়া এই শিল্পীর এমন সিদ্ধান্তে ভক্তমহলে নেমে এসেছে কষ্ট ও নানা প্রতিক্রিয়া।

সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে একটি কনসার্টে গান শেষ করে তিনি জানান, “এটাই আমার শেষ কনসার্ট। ধীরে ধীরে সঙ্গীত ক্যারিয়ার থেকে সরে যাবো।”

তাহসান আরও বলেন, “মেয়ে এখন বড় হয়েছে। দাঁড়ি রেখে স্টেজে দাঁড়িয়ে লাফালাফি করা কি আর মানায়? তাই নিজেকে গুটিয়ে নিচ্ছি। আমার সোশ্যাল মিডিয়ার একাউন্টও ডিএক্টিভ করেছি।”

তার এ ঘোষণার পর থেকেই সঙ্গীতাঙ্গন ও ভক্তমহলে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকে দুঃখ প্রকাশ করছেন, আবার কেউ কেউ তার ব্যক্তিগত সিদ্ধান্তকে শ্রদ্ধা জানাচ্ছেন।

তাহসান খান দুই দশকেরও বেশি সময় ধরে সঙ্গীতের সঙ্গে যুক্ত। একাধিক হিট গান ও অ্যালবামের মাধ্যমে তিনি বাংলা গানের ভুবনে শক্ত অবস্থান তৈরি করেছেন। পাশাপাশি অভিনয় ও উপস্থাপনাতেও রেখেছেন সমান দক্ষতার ছাপ।

তাহসানের এই আকস্মিক সিদ্ধান্ত সত্যিই স্থায়ী হবে কিনা— সে উত্তর জানতে অপেক্ষা করতে হবে সময়ের কাছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top