সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

অভিনেত্রী পূজার অভিযোগে গ্রেপ্তার প্রযোজক শ্যামসুন্দর দে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২২

ছবি: সংগৃহীত

টালিউড ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন কলকাতার প্রযোজক শ্যামসুন্দর দে। শনিবার (২০ সেপ্টেম্বর) কলকাতা থেকে মুম্বাই পুলিশের হাতে আটক হন তিনি। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন।

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে জানা যায়, পূজা ও তার স্বামী কুণাল ভার্মার কাছ থেকে বিশাল অঙ্কের অর্থ প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করেন শ্যামসুন্দর। এ বিষয়ে তিন মাস আগে পুলিশের কাছে লিখিত অভিযোগ দেন অভিনেত্রী।

চলতি বছরের জুনে পূজা ও কুণাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতারণার শিকার হওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন। তারা জানান, কাছের এক বন্ধুর হাতে সর্বস্ব খুইয়ে বসেছেন, সারাজীবনের সেভিংস হাতছাড়া হয়েছে। যদিও তখন বন্ধুর নাম প্রকাশ করেননি।

ঘটনার জেরে শ্যামসুন্দরের স্ত্রী পাল্টা অভিযোগ আনেন তারকা দম্পতির বিরুদ্ধে। তিনি তোলাবাজি ও অপহরণের মতো গুরুতর অভিযোগ করেন পূজা-কুণালের বিরুদ্ধে।

পরবর্তীতে ১৯ সেপ্টেম্বর এক সংবাদ সম্মেলনে পূজা ও কুণাল বিস্তারিত তথ্য তুলে ধরেন। এরপরই মুম্বাই পুলিশ কলকাতার পুলিশের সহায়তায় প্রযোজককে গ্রেপ্তার করে।

প্রযোজক গ্রেপ্তারের পর সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়ে পূজা বলেন, “আইনের উপর ভরসা ছিলোই। ন্যায়ের পথে থাকলে ঈশ্বর পাশে থাকেন। আশা করছি এবার সব অন্যায়ের প্রতিকার হবে।”

অভিযুক্তের শাস্তি নিয়ে প্রশ্নে পূজা বলেন, তিনি কারও ক্ষতি চান না। তার একমাত্র প্রত্যাশা— আর্থিক ক্ষতির পূরণ।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top