সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ৭ আশ্বিন ১৪৩২

সাইবার বুলিংয়ের শিকার অভিনেত্রী আজমেরী হক বাঁধন

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৪:২১

ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার তিনি সাইবার বুলিংয়ের শিকার হয়েছেন। বিষয়টি নিজেই এক ফেসবুক পোস্টে জানিয়েছেন তিনি।

সোমবার বাঁধন লিখেছেন, “আমি জীবনের সবচেয়ে ভালো সময়গুলো কাটাচ্ছি। আমাকে গালি দেওয়ার শব্দভাণ্ডার আপগ্রেড হয়েছে। এখন নতুন শব্দ হলো ‘নাগিন’। অনেকে নানান নাম দিলেও এই নামটি একদম নতুন। সত্যি বলতে আমার নাগিন নামটি খুব পছন্দ হয়েছে। সবাই রাস্তা খালি করুন, শহরে নাগিন আজমেরী হক এসেছে।”

এর আগে তিনি বলেন, “আমি কোনো জায়গায় যাইনি। এটা আমার সচেতন সিদ্ধান্ত ছিল। আক্রমণ আমাকে আগেও করা হয়েছে। জুলাই আন্দোলনের সময়ও করা হয়েছিল। এখনো হচ্ছে। এটা খুবই জঘন্য কাজ। যারা মনে করেন আওয়ামী লীগ সরকার থাকলেই ভালো ছিল, তাদের একটি গ্রুপ এসবের সঙ্গে জড়িত। এ ছাড়াও কিছু কাছের পরিচিত মানুষ, সহকর্মীরা আক্রমণ করেছেন। এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি নির্ধারণ করতে পারব না তারা কী ধরনের ব্যবহার করবে।”

এভাবে বাঁধন প্রকাশ করেছেন, যে সামাজিক মাধ্যমে ব্যক্তিগত আক্রমণ থেকে তিনি একেবারেই অব্যাহত রয়েছেন, তবে তিনি ইতিমধ্যেই এই পরিস্থিতি সম্পর্কে সচেতন এবং হালকা মনোভাব রাখছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top