ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিজের গবেষণা শেয়ার করলেন মিথিলা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৫৭

দেশের জনপ্রিয় অভিনেত্রী ও শিক্ষাবিদ ড. রাফিয়াত রশিদ মিথিলা এবার হাজির হলেন এক ভিন্ন ভূমিকায়। অভিনয়ের বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব থাকলেও এবার তিনি ফিরে গেলেন তাঁর প্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের আয়োজিত ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজে’ নিজের পিএইচডি গবেষণার অংশ বিশেষ উপস্থাপন করেন মিথিলা।
মিথিলা সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি শেয়ার করে লিখেছেন, “আমার প্রাণপ্রিয় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসতে পেরে মনটা ভরে গেল। নারী ও জেন্ডার স্টাডিজ বিভাগের ‘সুফিয়া কামাল সেমিনার সিরিজ’-এ আমার পিএইচডি গবেষণার কিছু অংশ শেয়ার করতে পেরেছি। লিঙ্গ এবং প্রারম্ভিক শৈশব শিক্ষা নিয়ে উপস্থাপন করার সুযোগ পেয়েছি। শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে দারুণ একটি সময় কাটল।”
তিনি আরও লিখেছেন, “তাদের অত্যন্ত প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর উত্তর দিতে পেরে আমি আনন্দিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।”
শুধু অভিনয়শিল্পী নন, গবেষক হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করে চলেছেন রাফিয়াত রশিদ মিথিলা। পড়াশোনার পাশাপাশি গবেষণা, সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় উপস্থিতি এবং সাংস্কৃতিক কর্মকাণ্ড—সব মিলিয়েই ভক্ত-অনুরাগীদের কাছে তিনি আলাদা হয়ে ওঠেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।