সালমান শাহ'র হত্যা মামলার রিভিশন শুনানি ১৩ অক্টোবর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৫৬

ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা সালমান শাহের মৃত্যু মামলার রিভিউ আবেদন শুনানি ১৩ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা আদালত।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) এ শুনানিতে বাদীপক্ষ সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন। শুনানিতে সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
সালমান শাহকে প্রথমে অপমৃত্যু মামলা দায়ের করেন তার বাবা কমরউদ্দিন আহমদ চৌধুরী, পরে ১৯৯৭ সালের ২৪ জুলাই মামলাটি হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয়। সিআইডি তদন্ত শেষে আদালতে ১৯৯৭ সালের ৩ নভেম্বর আত্মহত্যার প্রতিবেদন দাখিল করা হয়।
২০০৩ সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয়। ২০১৪ সালে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমদাদুল হকও আত্মহত্যার প্রতিবেদন দাখিল করেন।
কমরউদ্দিন আহমদ চৌধুরীর মৃত্যুর পর ছেলে হত্যা মামলার বাদী হিসেবে যুক্ত হন মা নীলা চৌধুরী, যিনি ২০১৫ সালে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন। পরবর্তী সময়ে পিবিআই তদন্ত শেষে ২০২১ সালে আদালত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করে।
এরপর ২০২২ সালের ১২ জুন মামলার বাদীপক্ষ ঢাকার মহানগর দায়রা জজ আদালতে রিভিশন মামলা দায়ের করেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।