নাট্যনির্মাতা মতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৯:৪০

নাট্যনির্মাতা ও নাট্যকার মতিয়া বানু শুকু ক্যানসারে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের চেন্নাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন লেখক ও নির্মাতা গোলাম রাব্বানী। তিনি জানান, বর্তমানে শুকুর কেমোথেরাপি চলছে এবং আগামী ১২ সপ্তাহ তাকে চেন্নাইতেই থাকতে হতে পারে।
মাতিয়া বানু শুকুর পাশে রয়েছেন তাঁর স্বামী, প্রখ্যাত নির্মাতা নূরুল আলম আতিক।
শুকুর অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করেছেন নাট্যাঙ্গনের অনেকে। নির্মাতা চয়নিকা চৌধুরী বলেন, “মাতিয়া বানু শুকু আপু, অনেক ভালো থেকো তুমি… তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও। ভালোবাসা সবসময় তোমার জন্য। তুমি একদম চিন্তা করবে না, সব ঠিক হয়ে যাবে।” পাশাপাশি তিনি শুকুর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
নাট্যাঙ্গনে গুণী নির্মাতা হিসেবে পরিচিত মতিয়া বানু শুকু। তার নির্মিত উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে ‘গোল্লাছুট’, ‘ধন্যি মেয়ে’ ইত্যাদি। নাটকের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণেও সক্রিয় তিনি। ‘লাল মোরগের ঝুঁটি’ নামক অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রে তিনি ও নূরুল আলম আতিক একসঙ্গে কাজ করেছিলেন।
২০২২-২৩ অর্থবছরে মতিয়া বানু শুকু ‘লাল মিয়া’ নামের একটি চলচ্চিত্রের জন্য প্রযোজক হিসেবে সরকারি অনুদান পেয়েছেন। ছবিটি পরিচালনা করছেন তাঁর স্বামী নূরুল আলম আতিক।
মতিয়া বানু শুকুর দ্রুত সুস্থতা কামনা করছেন তার সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।