বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

নতুন সিনেমায় তোরসা, মুক্তি ঈদে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৩:৫৩

সংগৃহীত

মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৯ বিজয়ী রাফাহ নানজীবা তোরসা সম্প্রতি তার প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’-এর কাজ শেষ করেছেন। বর্তমানে সেই ছবির সম্পাদনার কাজ ভারতে চলছে।

এবার তোরসা নতুন সিনেমা ‘মাটি’-এর শুটিং শুরু করেছেন। সৈয়দ শমসের তারিফের পরিচালনায় গ্রামীণ প্রেক্ষাপটের এই ছবিতে তার বিপরীতে অভিনয় করছেন আলভি মামুন। ছবিটির শুটিং ৩১ অক্টোবর থেকে ঝিনাইদহের মহেশপুরে শুরু হয়েছে এবং চলতি মাসেই শেষ হওয়ার কথা রয়েছে।

রাফাহ নানজীবা তোরসা কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে বলেন, “একদমই গ্রামীণ প্রেক্ষাপটের গল্প। পুরো গল্পটাই মূলত ইছামতী নদীকে ঘিরে। এখানে আমার চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং। ফুল ও প্রেমের দারুণ এক আয়োজন থাকবে এখানে। সবকিছু মিলিয়ে মনে হয়েছে কাজটা করা যায়।”

তিনি আরও জানান, “প্রায় এক মাসের মতো হয়ে যাবে শুটিং শুরু করেছি, এখনো আমরা ঝিনাইদহের মহেশপুরে আছি। এখানে আরো কিছুদিন শুটিং হবে।”

নিজের অভিনীত প্রথম সিনেমা ‘নির্জন স্বাক্ষর’ বর্তমানে সম্পাদনার টেবিলে থাকলেও, যদি ‘মাটি’ আগে মুক্তি পায়, এটি হবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা। রাফাহ বলেন, “‘নির্জন স্বাক্ষর’-এর শুটিং শেষ, এখন ভারতে সম্পাদনা চলছে। মুক্তির বিষয়ে এখনো নিশ্চিত কিছু জানি না। ‘মাটি’র কাজও শিগগিরই শেষ হয়ে যাবে। এরপর পরিচালক হয়তো বলতে পারবেন, কবে এটি মুক্তি পাবে।”

সূত্র জানায়, পরিচালক আগামী বছরের ঈদুল আজহায় ‘মাটি’ সিনেমা মুক্তির পরিকল্পনা করছেন।

প্রসঙ্গত, ২০১৯ সালের অক্টোবরে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হওয়ার পর ধীরে ধীরে মিডিয়ার বিভিন্ন মাধ্যমে কাজ শুরু করেন রাফাহ। অভিনয়ে তার প্রথম কাজ ছিল ঈদের টেলিছবি ‘স্বপ্ন তোমার জন্য’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top