বৃহঃস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২

‘নূর’ এবার সরাসরি আসছে ওটিটিতে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৫, ১৭:৩৪

সংগৃহীত

বাংলাদেশি সিনেমায় যখন প্রেক্ষাগৃহ ও ওটিটি—দুই প্ল্যাটফর্মে নতুন করে সমীকরণ তৈরি হচ্ছে, ঠিক তখনই আলোচনায় এসেছে আরিফিন শুভ ও জান্নাতুল ফেরদৌস ঐশী অভিনীত রোমান্টিক সিনেমা ‘নূর’। দীর্ঘ প্রায় তিন বছরের অপেক্ষা, সংশোধন, সেন্সর–অনুমোদন এবং নির্মাতাদের নানা পরিকল্পনা পরিবর্তনের পর অবশেষে সিনেমাটি মুক্তির অপেক্ষায়। এবার সেটি আসছে বায়োস্কোপ ওটিটি প্ল্যাটফর্মে।

২০২২ সালে সেন্সর বোর্ডে জমা পড়েই আটকে যায় ‘নূর’। কিছু ত্রুটি সংশোধনের পর ছাড়পত্র পেলেও প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি। পরে সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠানও পরিবর্তন হয়। ২০২৪ সালের জুনে নতুন প্রযোজনা প্রতিষ্ঠান ‘কোয়ায়েট অ্যান্ড সেট’ দায়িত্ব নেওয়ার পর আবার শুরু হয় মুক্তি পরিকল্পনা—শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়, ছবি যাবে সরাসরি ওটিটিতে। যদিও মুক্তির তারিখ এখনও চূড়ান্ত নয়, তবে শিগগিরই প্ল্যাটফর্মে আসার কথা রয়েছে।

পরিচালক রায়হান রাফী জানিয়েছেন, সময় ও দর্শকের অভ্যাস বদলে গেছে। তাঁর মতে, ওটিটির ঘনিষ্ঠ দেখার অভিজ্ঞতায় ‘নূর’ আরও বেশি উপভোগ্য হবে। “ভালো গল্পের সিনেমার চাহিদা সবসময়ই থাকে। বড়পর্দায় মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু সময়ের সঙ্গে সিদ্ধান্ত বদলেছে,”—বলেছেন তিনি।

তবে প্রেক্ষাগৃহে মুক্তি চেয়েছিলেন সিনেমার দুই প্রধান অভিনেতা শুভ ও ঐশী। ‘মিশন এক্সট্রিম’ সিরিজের পর তাদের তৃতীয় কাজ এটি। দর্শকের মধ্যেও ছিল এই জুটিকে নতুনভাবে বড়পর্দায় দেখার আগ্রহ।

ঐশী জানান, শুরুতে বড়পর্দার জন্য কাজটি করা হলেও এখন ওটিটিও শক্ত প্ল্যাটফর্ম। “দর্শক এখন ঘরে বসেই সিনেমা দেখে, আলোচনা করে। হয়তো এখানেই ‘নূর’ তার নতুন দর্শক খুঁজে পাবে,”—বলেন তিনি। একইসঙ্গে গল্প ও নির্মাণগত দিক থেকে সিনেমাটি তাঁর জন্য বিশেষ অভিজ্ঞতা বলেও উল্লেখ করেন।

২০২১ সালের সেপ্টেম্বরে পাবনায় শুরু হয় ছবির শুটিং, শেষ হয় নভেম্বরে। অভিনয়ের পাশাপাশি সহ–প্রযোজক হিসেবেও যুক্ত আছেন আরিফিন শুভ। ঘোষণাপর্ব থেকে প্রথম পোস্টার—সবকিছুতেই দর্শকের আগ্রহ ছিল লক্ষণীয়।

এদিকে ঐশী ব্যস্ত সময় কাটাচ্ছেন ‘সোলজার’ সিনেমার কাজ শেষ করে, যেখানে তিনি অভিনয় করেছেন শাকিব খানের বিপরীতে। আরিফিন শুভ শেষ করেছেন অনম বিশ্বাসের পরিচালনায় নতুন একটি সিনেমা ও বলিউডের সিরিজ ‘জ্যাজ সিটি’-র কাজ, যার মুক্তির সময় এখনও নির্ধারিত হয়নি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top