শুভ-ফারিয়ার ‘ঠিকানা বাংলাদেশ’ কবে মুক্তি পাচ্ছে?
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬
ব্যস্ত সময় পার করছেন চলচ্চিত্র তারকা আরিফিন শুভ। একাধিক কাজ হাতে— কোনোটি শেষ, কোনোটি মুক্তির অপেক্ষায়, আবার কিছু ছবির শুটিং চলছে। একইভাবে ব্যস্ততায় আছেন অভিনেত্রী নুসরাত ফারিয়াও। এই দুই তারকা একসঙ্গে অভিনয় করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলকে কেন্দ্র করে নির্মিত সিনেমা ‘ঠিকানা বাংলাদেশ’–এ।
কবে মুক্তি পাবে আলোচিত ছবিটি— জানতে যোগাযোগ করা হলে পরিচালক অনম বিশ্বাস ঢাকা মেইলকে জানান,
“ছবিটির কাজ প্রায় শেষ। সিজির কাজ শেষের দিকে, ডাবিং বাকি। সব মিলিয়ে আরও দুই–চার মাস লাগতে পারে। আশা করছি আগামী বছরের কোনো এক সময়ে মুক্তি দেব। আমারও মনে হচ্ছে ছবিটা মুক্তি দেওয়া দরকার।”
স্বাধীন বাংলা ফুটবল দলের অনন্য ইতিহাস ফুটিয়ে তোলার উদ্দেশ্যে নির্মিত হয়েছে এই ছবি। এর ওয়ার্কিং টাইটেল ছিল ‘ফুটবল ৭১’। অনেক আগেই দৃশ্যধারণ শেষ হয়েছে। বাকি কাজও দ্রুত এগোচ্ছে, তাই প্রয়োজনে শিগগিরই মুক্তির সিদ্ধান্তও আসতে পারে বলে জানিয়েছেন নির্মাতা।
সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটির চিত্রনাট্যও করেছেন অনম নিজেই। সিনেমাটি তার দীর্ঘ গবেষণার ফসল। এর আগে ঢাকা মেইলকে তিনি বলেন,
“সিনেমাটি করতে অনেক বেশি রিসার্চের প্রয়োজন। যেনতেনভাবে তো আর এই গল্পে সিনেমা বানাতে পারি না। আমি চাই দর্শক রিয়েলিস্টিক অনুভূতি পাক। তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদের মুক্তির গান দেখার মতো অনুভূতি দিতে চাই।”
২০১৯–২০ অর্থবছরে ‘ফুটবল–৭১’ নামে সরকারি অনুদান পায় ছবিটি। ২০২৩ সালের শুরুর দিকে শুরু হয় শুটিং। শুভ–ফারিয়ার পাশাপাশি এতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, খায়রুল বাসার, বাধন লিংকনসহ আরও অনেকে।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।