তামাকজাত পণ্যের বিজ্ঞাপনকে কেন্দ্র করে নতুন অভিযোগে জড়ালেন সালমান খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬

সংগৃহীত

কৃষ্ণসার হরিণ শিকার মামলায় বহু বছর ধরে রাজস্থানের আদালতে দৌড়াদৌড়ির পর নতুন করে আরও একটি ঝামেলায় পড়েছেন বলিউড তারকা সালমান খান। এবার বিজেপি নেতা ও রাজস্থান হাইকোর্টের আইনজীবী ইন্দর মোহন সিং হানি তার বিরুদ্ধে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করার অভিযোগ এনে একাধিক মামলা দায়ের করেছেন।

অভিযোগ নিয়ে মুখ খুলেছেন সালমান খানও। তিনি জানিয়েছেন,

“কোনো তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপনে আমি মুখ দেখাইনি। যে বিজ্ঞাপন নিয়ে এত বিতর্ক, সেটি তবক জড়ানো এলাচের বিজ্ঞাপন— তামাকের নয়।”

তার দাবি, এলাচজাত পণ্যে বিজ্ঞাপন দেওয়ায় কোনো আইনি বাধা নেই বলেই তিনি এতে সম্মতি দেন।

অভিনেতার আইনজীবী আশিস দুবে আদালতকে জানিয়েছেন, তার মক্কেল কখনও তামাকজাত পণ্যের প্রচারে অংশ নেননি। ফলে ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’-এর বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আইনি দৃষ্টিতে অযৌক্তিক ও অবৈধ। তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, বহু বছর ধরে তামাকজাত দ্রব্যের প্রচার এড়িয়ে চলা একজন তারকার বিরুদ্ধে এই অভিযোগ অবাক করার মতো।

তবে সালমানের ব্যাখ্যায় সন্তুষ্ট নন অভিযোগকারী ইন্দর মোহন সিং। তিনি দাবি করেছেন— সালমানের বিবৃতিতে দেওয়া স্বাক্ষর জাল হতে পারে। তাই এই বিষয়ে নিশ্চিত হতে আদালতে সালমান খানকে তলব করার আবেদন জানিয়েছেন তিনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top