প্রেম নিয়ে খোলাখুলি মন্তব্য শ্রীলেখা মিত্রের

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১১:৫৮

সংগৃহীত

টালিউডের স্পষ্টভাষী ও সাহসী অভিনেত্রী শ্রীলেখা মিত্র বরাবরের মতো এবারও সরাসরি নিজের অনুভূতি জানালেন। ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরেই সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করা এই অভিনেত্রী, এবার চারপাশে বিয়ের ধুম দেখে নিজের নিঃসঙ্গতা নিয়ে মজার ছলে আফসোস প্রকাশ করেছেন।

রোববার (৩০ নভেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শ্রীলেখা লিখেছেন,

“লোকজন কী সুন্দর বিয়ে করছে, আমি একটা প্রেম পর্যন্ত করে উঠতে পারছি না। সত্যি বুড়ো হয়ে গেলাম।”

সঙ্গে হ্যাশট্যাগ দিয়েছেন, “আমার ভালোবাসার ধর্ম।”

স্ট্যাটাস প্রকাশের পর কমেন্ট বক্সে শুরু হয়েছে হাস্যরসের বন্যা। ভক্ত ও অনুসারীরা নানা মজার মন্তব্যে ভাসিয়ে দিচ্ছেন অভিনেত্রীকে। নীল নাওয়াজ নামে একজন লিখেছেন,

“বয়স! এবার প্রস্তাবের বন্যা বইবে। তুমি শুধু ইনবক্স চেক করতে থাকো। আর আজ সন্ধ্যার মধ্যে কোনো এক নিউজ পোর্টাল খবর করবে— ‘প্রেমিক খুঁজছেন শ্রীলেখা মিত্র’।”

অন্যদিকে কৌশিক নামে এক অনুসারী সতর্ক করে লিখেছেন,

“প্রেম করতে চাওয়ার কন্ডিশনগুলো একবার বলো, তাহলে দেখবে সেখানেও খরা লেগে যাবে।”

আর সংগীত নামে একজন লিখেছেন,

“বাড়ির সামনে লাইন লেগে যাবে কিন্তু।”

শ্রীলেখার প্রেমে পড়া যে সহজ নয়, তা তিনি আগেই স্পষ্ট করেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, তার সঙ্গে প্রেম করতে হলে প্রথম শর্ত— কুকুর ভালোবাসতে হবে। তার ভাষায়,

“যদি কারও সঙ্গে প্রেম হয়, তাহলে প্রথম শর্ত— কুকুর ভালোবাসতে হবে। কুকুর বলতেও আমার কেমন জানি লাগে। ওরা আমার বাচ্চা, নাম ধরে ডাকি।”

উল্লেখ্য, শিলাদিত্য সণ্যালের সঙ্গে বিচ্ছেদের পর আর ছাদনাতলায় যাননি শ্রীলেখা। তিনি পরিষ্কার জানিয়েছেন, প্রেমে পড়তে চাইলেও বিয়েতে আগ্রহ নেই। তার কথায়,

“প্রেমে পড়তে চাই, প্রেমে পড়ে উঠতে চাই। আমি বিয়ে করতে চাই না। আমার প্রাক্তন, আমি ও আমার মেয়েকে এখনো একটা ইউনিট মনে হয়। এই ইউনিটটা ভাঙতে চাই না।”

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top