সংলাপ নিয়ে মতবিরোধে কৌশানী বন্ধ করে দিলেন শুটিং
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪
পরিচালক আতিউল ইসলামের নতুন ছবি ‘কাল’–এর শুটিং শুরু হয়েছিল নভেম্বরেই। ছবিতে তদন্ত কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন কৌশানী মুখোপাধ্যায়। আরও আছেন বনি সেনগুপ্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয় দত্ত ও দেবাশিস মণ্ডল। প্রযোজনায় রবিউল শেখ ও রামিজ রাজা; চিত্রনাট্যও লিখেছেন রবিউল।
কিন্তু ১১ ও ১৪ নভেম্বর দু’দিনের শুটিংয়ের পরই দেখা দেয় বড় সমস্যা। চিত্রনাট্যের একটি গালাগালি সংলাপ বলতে অস্বীকৃতি জানান কৌশানী। প্রযোজকের দাবি—সংলাপটি গল্পের জন্য জরুরি। এই মতবিরোধে শুটিং অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়।
পরিচালক আতিউল ইসলাম বলেন, “প্রযোজক যেমন প্রয়োজনীয় মনে করছেন, কৌশানী বলতে চাইছেন না—সেখানেই সমস্যা। দু’জনেরই প্রয়োজন আছে।” তিনি জানান, ইমপা সভাপতি পিয়া সেনগুপ্ত আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করছেন।
ডিসেম্বরে শুটিং শেষ করার পরিকল্পনা থাকলেও এখন তা স্থগিত। প্রযোজকের অভিযোগ—শুটিংয়ের ১৫ দিন আগে চিত্রনাট্য হাতে পেলেও কৌশানী তখন কোনো আপত্তি জানাননি; শুটিংয়ে এসে জানালে সংকট তৈরি হয়।
এদিকে আতিউলের আগের ছবি ‘দানব’ ডিসেম্বরের শুরুতে মুক্তি পাচ্ছে। অন্যদিকে কৌশানীকে সম্প্রতি দেখা গেছে ‘কিলবিল সোসাইটি’ ও ‘রক্তবীজ টু’-তে। নতুন ছবিতে তাকে কবে দেখা যাবে—তা এখন অনিশ্চিত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।