সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

বলিউডে অক্ষয় কুমারের সংগ্রাম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৩

সংগৃহীত

বলিউডের সুপারস্টার অক্ষয় কুমারের শীর্ষ অবস্থার আগে তার জীবন ছিল এক কঠিন সংগ্রামের। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, পরিচালক সুনীল দর্শন সম্প্রতি এক সাক্ষাৎকারে অক্ষয়ের শুরুর দিনের সংগ্রাম নিয়ে বিস্তারিত কথা বলেছেন।

সুনীল দর্শন স্মৃতিচারণ করেন, ১৯৯৯ সালের ছবি ‘জানোয়ার’-এর শুটিং চলাকালীন অক্ষয় কুমারের সময়টি ছিল অত্যন্ত চ্যালেঞ্জিং। একের পর এক ছবি ব্যর্থ হওয়ায় তিনি চারপাশ থেকে প্রত্যাখ্যাত হচ্ছিলেন। পরিচালক জানান, “সেই সময় অক্ষয়কে বারবার উপহাস করা হতো। বড় বড় পরিচালক-প্রযোজকরা বলতেন—‘অক্ষয় মানে জঞ্জাল’। তার জনপ্রিয় ছবি ‘ধারকান’-এর কাজ থেমে গিয়েছিল, এবং ‘হেরা ফেরি’ ছবির শুটিংও পিছিয়ে গিয়েছিল।”

সাক্ষাৎকারে সুনীল আরও বলেন, “অপমান সহ্য করতে না পেরে অক্ষয় তার অফিসে কাঁদতে কাঁদতে আসতেন। নতুন ছবি মুক্তি পেলেও শহরে তার কোনো পোস্টার ছিল না। প্রযোজকের সঙ্গে কথা বলার সময় তাকে অত্যন্ত রূঢ় আচরণ এবং কটু কথা শুনতে হয়েছিল, যা তাকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল।”

এমন পরিস্থিতিতে সুনীল দর্শন সিদ্ধান্ত নেন অক্ষয়কে সমর্থন করার। তিনি ঝুঁকি নিয়ে মুম্বাইয়ের জুহু সার্কেল-এ ‘জানোয়ার’ ছবির বিশাল বিলবোর্ড লাগানোর ব্যবস্থা করেন, যেখানে শুধুই অক্ষয়ের ছবি ছিল।

এই ঘটনা প্রমাণ করে, পরিশ্রম, অধ্যবসায় এবং সঠিক সমর্থনের মাধ্যমে কষ্টের দিনও অতিক্রম করা সম্ভব। আজ অক্ষয় কুমার বলিউডের অন্যতম সফল ও প্রিয় অভিনেতার মর্যাদা লাভ করেছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top