সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

মৃত্যু হৃদয়বিদারক

নিজেকে উৎসর্গ করে ১৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে বাঁচালেন মিশরের যুবক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৪:০৪

ছবি: সংগৃহীত

মিশরে নিজের জীবন উৎসর্গ করে ১৩ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে বাঁচানো হাসান আহমেদ গাজ্জার (২২) নামের তরুণের সাহসিকতার জন্য দেশজুড়ে শোকের ছায়া নেমেছে।

রোববার (৩০ নভেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের বহনকারী একটি মিনিবাসের টায়ার হঠাৎ ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সিনাই নদীতে পড়ে যায়। এই সময় হাসান ঝাঁপিয়ে পড়েন, যদিও তিনি নিজে সাঁতার জানতেন না।

ডুবন্ত বাসের পেছনের দরজা খুলে হাসান একে একে ১৩ ছাত্রীকে উদ্ধার করেন। কিন্তু অত্যন্ত শারীরিক ও মানসিক পরিশ্রমের কারণে নিজেই তিনি নদীতে ডুবে যান।

মেনুফিয়া প্রদেশের মেনিয়েল দোয়েব গ্রামের বাসিন্দা হাসানের তিনটি কন্যা সন্তান রয়েছে। কান্নাজড়িত কণ্ঠে তার বাবা বলেন, “আমার ছেলে একজন নায়ক হয়ে মারা গেল, আমি তার জন্য গর্বিত।” উল্লেখ্য, দুর্ঘটনাটি হাসানের জন্মদিনের ঠিক দুই দিন আগে ঘটে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top