এশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধস: শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায় সেনাবাহিনী মোতায়েন
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
এশিয়ার চারটি দেশে ভয়াবহ বন্যা ও ভূমিধসের কারণে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছেন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা দিয়েছে শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়ায়।
ইন্দোনেশিয়ার উত্তর সুমাত্রায় বন্যা ও ভূমিধসে এখন পর্যন্ত কমপক্ষে ৪৪২ জনের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষ নিখোঁজ। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো বলেছেন, সরকারের অগ্রাধিকার হলো দুর্গত এলাকায় দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়া। বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার ও বিমান মোতায়েন করা হয়েছে, ত্রাণ বহনে তিনটি যুদ্ধজাহাজ ও দুটি হাসপাতাল জাহাজ পাঠানো হয়েছে।
শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় ‘ডিটওয়া’-র কারণে বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩৩৪ জনের মৃত্যু হয়েছে। অনেক মানুষ এখনও নিখোঁজ। প্রেসিডেন্ট অনুরা কুমার দিসানায়েকে জরুরি অবস্থা জারি করেছেন এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পুনর্নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। রাজধানী কলম্বোর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় সামরিক হেলিকপ্টার ব্যবহার করে ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে।
দক্ষিণ থাইল্যান্ডে বর্ষণজনিত বন্যায় অন্তত ১৭৬ জন নিহত এবং মালয়েশিয়ার পার্লিস রাজ্যে দু’জনের মৃত্যু হয়েছে। দুই স্থানীয় কর্মকর্তাকে ত্রাণ ব্যবস্থাপনায় ব্যর্থতার কারণে বরখাস্ত করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, বর্ষাকাল, বিরল ক্রান্তীয় ঝড় এবং জলবায়ু পরিবর্তনের কারণে এশিয়ার বিস্তীর্ণ অঞ্চলে বন্যার পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।