দুষ্টুমি করে পায়ুপথে কম্প্রেসারের হাওয়ায় সহকর্মীর মৃত্যু,গ্রেপ্তার এক
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৪:৪২
টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় এক সহকর্মীর দুষ্টুমির কারণে ১৮ বছর বয়সী শ্রমিক গোলাম রাব্বী নিহত হয়েছেন। রোববার (৩০ নভেম্বর) টঙ্গী পূর্ব থানা পুলিশ এই তথ্য নিশ্চিত করেছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে অপর এক সহকর্মী রবিন মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
কারখানার ম্যানেজার নুরুন্নবী তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, “ঘটনা সঠিক।” নিহত গোলাম রাব্বী ঢাকার উত্তরার তুরাগ থানার গুরগুল্লার মোড় এলাকার মামুন মিয়ার ছেলে। গ্রেপ্তারকৃত রবিন মিয়া নেত্রকোনা জেলার বরকপন গ্রামের সবুজ মিয়ার ছেলে। তারা উভয়েই টঙ্গী বিসিকের হক ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কমপ্রেসার মেশিনের বাতাস দিয়ে দুষ্টুমি করার সময় রবিনের কাজের অসাবধানতার কারণে বাতাস গোলাম রাব্বীর প্যান্ট ভেদ করে পায়ুপথে প্রবেশ করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাল রিপোর্ট শেষে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। টঙ্গী পূর্ব থানার ওসি ওয়াহিদুজ্জামান জানিয়েছেন, “ঘটনায় অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।