"আমি চাই ও আমার হাত ছেড়ে দিক"
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪
বড় পর্দায় মুক্তি পেয়েছে চিরঞ্জিত ও রুক্মিণী মৈত্র অভিনীত সিনেমা ‘হাটি হাটি পা পা’। প্রিমিয়ারে হাজির ছিলেন টালিউড সুপারস্টার দেব। সিনেমা দেখার পর রুক্মিণী প্রসঙ্গে নিজের মনের কথা প্রকাশ করেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দেবকে প্রশ্ন করা হয়, ‘কখনও রুক্মিণীর সঙ্গে হাটি হাটি পা পা করে চলার অভিজ্ঞতা হয়েছে কি?’ উত্তরে দেব বলেন, “কখনওই না। আমরা কখনও হাটি হাটি পা পা করে চলিনি, বরং দৌঁড়েছি। আমি চাই ও আমার হাত ছেড়ে দিক।”
দেবের এই মন্তব্যে উপস্থিত সবাই অবাক হয়ে যান। এরপর দেব ব্যাখ্যা করেন, “আমি চাই ও আমার হাত ছেড়ে দিয়ে সাফল্যের হাত ধরুক। সাফল্যের হাত ধরে হাটি হাটি পা পা করে এগিয়ে যাক নিজের লক্ষ্যের দিকে।”
বিয়ের বিষয়ে প্রশ্ন করা হলে দেব জানান, রুক্মিণীর সিনেমা সম্প্রতি মুক্তি পেয়েছে এবং এক মাস পর তারও নতুন সিনেমা মুক্তি পাবে। “এখন দুজনেরই লক্ষ্য ক্যারিয়ারকে সামনে এগিয়ে নেওয়া,” উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, টালিউড অভিনেত্রী শুভশ্রীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর দেব রুক্মিণীর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে ক্যারিয়ার সচেতনতার কারণে এখনও তারা বিয়ের সিদ্ধান্ত নেননি।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।