গুঞ্জন থেকে সত্যি—সামান্থা ও রাজ নিদিমোরুর গোপন বিয়ে
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৬
অবশেষে সত্যি হলো দীর্ঘদিনের গুঞ্জন। বহু প্রতীক্ষার পর নিজেদের প্রেম ও নতুন জীবনের গল্প প্রকাশ্যে আনলেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু এবং খ্যাতনামা পরিচালক রাজ নিদিমোরু। আড়ম্বর নয়, বরং আপনজনদের উপস্থিতিতে ছিমছাম এক আয়োজনে সোমবার ভোরে তামিলনাড়ুর কোয়েম্বাটুরে ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে সম্পন্ন হয় তাঁদের বিয়ে।
ইনস্টাগ্রামে বিয়ের প্রথম ঝলক শেয়ার করে সামান্থা লিখলেন মাত্র একটি তারিখ—
“০১.১২.২০২৫”। এই এক শব্দেই যেন প্রকাশ পেল তাঁর নতুন যাত্রার সমস্ত অনুভূতি।
বিশেষ দিনের সাজে সামান্থা ছিলেন অপূর্ব। টুকটুকে লাল ভারী কাজের বেনারসি, কোমল মেকআপ, খোঁপায় জুঁই ফুল, গা ভরা সোনার গয়না আর হাতে শোভা পাওয়া মেহেন্দি—সব মিলিয়ে ছিল পরিপাটি ঐতিহ্যের ছোঁয়া। রাজ নিদিমোরুও সেজেছিলেন একেবারে সাধাসিধে সৌন্দর্যে—ধবধবে সাদা পাঞ্জাবির সঙ্গে ঘিয়ে রঙের জওহর কোট। হাতে হাত রেখে উজ্জ্বল হাসিতে তাঁরা ভাগ করে নিলেন জীবনের নতুন খবর।
২০২৪ সাল থেকেই শোনা যাচ্ছিল তাঁদের সম্পর্কের আভাস। সম্প্রতি সামান্থার সুগন্ধি ব্র্যান্ড ‘সিক্রেট আলকেমিস্ট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তাঁদের ঘনিষ্ঠ উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দেয়। সামান্থার কোমরে রাজের হাত, রাজের আলিঙ্গনে সামান্থা—সেই ছবিগুলোই যেন স্বাক্ষী ছিল নতুন সম্পর্কের।
কর্মজীবনেও তাঁদের রসায়ন চমৎকার। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ এবং ‘সিটাডেল: হানি বানি’-তে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। আবারও দু’জনকে দেখা যাবে নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’-এ, যেখানে রাজ নিদিমোরু থাকছেন সহ-স্রষ্টা ও প্রযোজক হিসেবে।
ব্যক্তিজীবনে সামান্থা ২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন; ২০২১ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। রাজ নিদিমোরুর আগের বিয়ে টিকেছিল ২০১৫ থেকে ২০২২ পর্যন্ত।
সব আলোচনার পর্দা সরিয়ে এবার তাঁরা নিজেরাই শিলমোহর দিলেন একসঙ্গে থাকার সিদ্ধান্তে। পেশার সৌহার্দ্য ও বন্ধুত্ব এবার রূপ নিয়েছে পরস্পরের হাত ধরে জীবনের দীর্ঘ পথ চলার প্রতিশ্রুতিতে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।