রাজকীয় রূপে চমকে দিলেন পলাশ–ইভানা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৭:২৭
ছোটপর্দার জনপ্রিয় জুটি জিয়াউল হক পলাশ ও পারসা ইভানা হঠাৎই নতুন রূপে ধরা দিয়ে সোশ্যাল মিডিয়ায় সৃষ্টি করেছেন তুমুল আলোচনা। সম্প্রতি এই দুই তারকাকে দেখা গেছে রাজকীয় সাজে—জমকালো, ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত, যেন ঠিকরে বেরোচ্ছে সম্রাট–সম্রাজ্ঞীর আভিজাত্য!
গত রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন পারসা ইভানা। এরপরই মন্তব্যের ঘর ভরে যায় দর্শকদের কৌতূহল ও প্রশংসায়। অনেকেই লিখেছেন, পলাশ–ইভানার রসায়ন যেন জাদুকরী; আবার কেউ কেউ জানতে চেয়েছেন, তবে কি নতুন নাটক বা ওয়েব সিরিজে দেখা যাবে এই জুটিকে?
তবে জানা গেছে, এই রাজকীয় লুকের নেপথ্যে রয়েছে নতুন কোনো নাটক নয়; বরং খুব শিগগিরই একটি পানীয় পণ্যের নতুন বিজ্ঞাপনচিত্রে হাজির হবেন পলাশ ও ইভানা। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ছিল সেই বিজ্ঞাপনেরই বিশেষ লুক শুটের মুহূর্ত।
উল্লেখ্য, ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ ও ‘ইভা’ চরিত্রে অভিনয় করে দর্শকের বিপুল ভালোবাসা কুড়িয়েছেন এই জুটি। পর্দায় তাঁদের স্বচ্ছন্দ রসায়ন ও হাস্যরস এখনও ভক্তদের মনে টাটকা।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।