সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

খালেদা জিয়ার চিকিৎসায় পাঁচ সদস্যের বিদেশি মেডিকেল টিম এভারকেয়ারে পৌঁছেছে

স্টাফ ‍রিপোটার, ঢাকা | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:৩০

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে সহায়তা করতে পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম ঢাকার এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে টিমটি হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে।

হাসপাতালসূত্রে জানা যায়, বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। তার বর্তমান শারীরিক অবস্থা পর্যালোচনায় অতিরিক্ত বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন বলে মেডিকেল বোর্ড মনে করছে।

সূত্র আরও জানিয়েছে, আগত বিদেশি চিকিৎসকদের বেশিরভাগই চীনের নাগরিক।

এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে দলীয় প্রধান খালেদা জিয়ার চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top