সোমবার, ১ ডিসেম্বর ২০২৫, ১৭ অগ্রহায়ণ ১৪৩২

পাটগ্রামে বিজিবির অভিযানে ভারতীয় গরু আটক

রাকিব ইসলাম | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৭

ছবি: সংগৃহীত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিপি) এর রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) সীমান্ত সুরক্ষায় দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। মাদক, চোরাচালান এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান চালানোর অংশ হিসেবে ব্যাটালিয়নটি পাটগ্রাম সীমান্তে পরিচালিত অভিযানে ভারতীয় ১টি গরু আটক করেছে।

সোমবার (০১ ডিসেম্বর) ভোরে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়। বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আঙ্গরপোতা বিওপির একটি বিশেষ টহল দল ভোর ৪টা ৩০ মিনিটে এলাকায় অ্যাম্বুশ করে অবস্থান নেয়। কিছুক্ষণ পর ভারতীয় এক রাখাল গরুসহ সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে টহল দল তাকে চ্যালেঞ্জ করে। এসময় রাখাল গরুটি ফেলে ভারতের ভেতরে পালিয়ে যায়।

পরে বিজিবির ওই টহল দল গরুটি উদ্ধার করে বিওপি ক্যাম্পে নিয়ে আসে। আটককৃত গরুটির সিজার তালিকা প্রস্তুত করা হয়েছে এবং কাস্টমসের আনুষ্ঠানিকতা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় টহল জোরদারসহ চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে কঠোর নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধেও বিজিবির টহল তৎপরতা অব্যাহত রয়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top