সিদ্ধার্থের আবেগঘন বার্তা
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৮
বলিউডের প্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি এবার বাবা-মা হয়েছেন। তাদের জীবনে নতুন আলো ছড়িয়েছে কন্যাসন্তানের আগমন, যা আনন্দ, দায়িত্ব এবং সীমাহীন ভালোবাসায় ভরপুর প্রতিটি দিন ও রাতকে আলোকিত করছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তারা নিজেদের নতুন যাত্রার অভিজ্ঞতা শেয়ার করেছেন। সেখানে ফুটে উঠেছে ঘুমহীন রাতের ক্লান্তি, ছোট্ট মেয়ের হাত ধরা মুহূর্তের বিস্ময় এবং বাবা-মা হওয়ার গর্বের গল্প।
ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা যায়, দম্পতি সম্প্রতি তাদের মেয়ের নামও প্রকাশ করেছেন। তাদের রাজকন্যার নাম রাখা হয়েছে সায়ারা। সিদ্ধার্থ-মালহোত্রা জানিয়েছেন, মেয়েকে নিয়ে প্রতিটি দিন কেটে যাচ্ছে দ্রুত, টের পাওয়া মুশকিল।
বাবা হিসেবে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে সিদ্ধার্থ লেখেন, “একটা ছোট্ট প্রাণ, যা এখনো কথা বলতে শেখেনি। তার সামনে এসে আমরা যেন ভ্যাবাচ্যাকা হয়ে যাই। আমরা কথা হারিয়ে ফেলি। জীবনের এই পরিবর্তন নিয়ে আমরা দুজনই অত্যন্ত খুশি।”
তিনি আরও বলেন, “আমাদের জীবনে যে পরিবর্তন এসেছে, সেটাতেই আমরা মগ্ন থাকতে চাই। কিয়ারা যেভাবে মনের জোরে একজনকে একটু একটু করে তৈরি করেছে, তাকে আমার কুর্নিশ।”
সিদ্ধার্থ ও কিয়ারা নিজেদের নতুন অভিজ্ঞতা একান্তভাবে গ্রহণ করে আনন্দের সঙ্গে পার করছেন প্রতিটি মুহূর্ত।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।