প্রিয়াঙ্কাকে নিয়ে নোংরা গুজবের জবাব দিলেন শাহরুখ খান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৫:৫৯
বলিউডে তাদের রসায়ন ছিল অম্লান। ‘ডন’ ফ্র্যাঞ্চাইজিতে শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার জাদুকরী উপস্থিতি আজও দর্শকের মনে তাজা। তবে পর্দার সেই রোমান্স বাস্তবেও গড়ে উঠেছে এমন গুজব বলিপাড়ায় একটি সময় তোলপাড় করেছিল। গুজবের কারণে প্রিয়াঙ্কাকে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল এবং এমনকি বলিউড ছাড়তে বাধ্য হওয়া পর্যন্ত চাউর হয়েছিল।
সম্প্রতি সেই পুরনো বিষয়টি আবার আলোচনায় এসেছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের একটি পুরনো সাক্ষাৎকার, যেখানে প্রিয়াঙ্কাকে নিয়ে হওয়া নোংরা ট্রলের কঠোর জবাব দিয়েছেন তিনি। শাহরুখ সাক্ষাৎকারে বলেন,
“সবচেয়ে খারাপ লাগে যখন আমার সঙ্গে কোনো নারী কাজ করার পর তার দিকে আঙুল তোলা হয়। প্রিয়াঙ্কাকে যেভাবে অসম্মান করা হচ্ছে, তা সত্যিই দুঃখজনক। আমি নারীদের সম্মান করি, আর প্রিয়াঙ্কাকে করা এই আচরণ অত্যন্ত অমর্যাদাকর।”
সাক্ষাৎকারে কিং খান আরও জানান, প্রিয়াঙ্কা তার “হৃদয়ের খুব কাছের বন্ধু”। তিনি বলেন,
“ও আমার অন্যতম সেরা বন্ধু। কাজ করতে গিয়ে অনেক সম্পর্ক তৈরি হয়, কিন্তু অহেতুক গুজবের কারণে সেই সুন্দর সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। ও একটি ছোট্ট মেয়ে, মিস ইন্ডিয়া, মিস ওয়ার্ল্ড থেকে শুরু করে আজ পর্যন্ত ও কঠোর পরিশ্রম করেছে।”
শাহরুখ উল্লেখ করেন, ক্যামেরার সামনে ও পেছনে—প্রিয়াঙ্কার সঙ্গে সময় কাটানো সবই আনন্দদায়ক ছিল। তিনি বলেন, “বন্ধু হিসেবে যখন দেখি তাকে নিয়ে বাজে কথা হচ্ছে, তখন খারাপ লাগাটাই স্বাভাবিক।”
উল্লেখ্য, বহু বছর হয়ে গেছে তারা এক ফ্রেমে দেখা যায়নি। প্রিয়াঙ্কা এখন হলিউডে থিতু, আর শাহরুখ বলিউড শাসন করছেন। তবু ভক্তদের মনে আজও প্রশ্ন রয়ে গেছে—সত্যিই কি তাদের মধ্যে কেবল বন্ধুত্বই ছিল?
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।