দীর্ঘ এক দশকের পর দেশে ফিরলেন মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৬:৪৯
নব্বইয়ের জনপ্রিয় মডেল ও নৃত্যশিল্পী ফারজানা রিয়া চৌধুরী দীর্ঘ এক যুগের বেশি সময় পর দেশে ফিরেছেন। শোবিজে পথচলা শুরু করেছিলেন একটি প্রসাধনী পণ্যের বিজ্ঞাপনের মাধ্যমে। ক্যারিয়ারের শীর্ষে থাকাকালীন হঠাৎ তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান এবং পরিবার নিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন।
সম্প্রতি দেশে ফেরার আগে রিয়া সৌদি আরবে ওমরাহ সম্পন্ন করেন। ২৫ ডিসেম্বর তিনি দেশে আসেন। সোমবার সন্ধ্যায় ঢাকার সোবহানবাগের একটি রেস্টুরেন্টে তার জন্য আয়োজিত বিশেষ আড্ডায় অংশ নেন রূপচর্চা বিশেষজ্ঞ কানিজ আলমাস খান, অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ, ফ্যাশন হাউজ বিশ্বরঙ-এর স্বত্বাধিকারী বিপ্লব সাহা এবং নৃত্যশিল্পী তান্না খান।
আড্ডার অন্যতম আয়োজক বিপ্লব সাহা গণমাধ্যমকে বলেন, “রিয়া এখন বিনোদন অঙ্গনের কোনো কর্মকাণ্ডে জড়িত নন। তিনি পরিবার নিয়ে নিজের মতো আছেন। দেশে ফেরার পর ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এই আড্ডার আয়োজন করা হয়। কয়েক ঘণ্টা গল্প-আড্ডায় আমরা সময় কাটিয়েছি।”
বিপ্লব আরও জানান, চলতি সপ্তাহেই রিয়া আবার পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন।
ফারজানা রিয়া ২০০৮ সালে বৈমানিক মিনহাজকে বিয়ে করেন, তবে সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৩ সালের মার্চে আমেরিকাপ্রবাসী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইভান চৌধুরীর সঙ্গে দ্বিতীয় বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর তিনি অভিনয় ও মডেলিং থেকে নিজেকে আড়াল করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।